আজ থেকে বৃষ্টির আশঙ্কা, কমবে শীত

ইতিমধ্যেই বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে, একইসঙ্গে পাঞ্জাব-হরিয়ানা সংলগ্ন হিমালয় পাদদেশ অঞ্চলে তৈরি হয়ে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা৷

Must read

প্রতিবেদন: ফের শীতের পথে কাঁটা বৃষ্টি। আজ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। আর এই কারণেই কমবে ঠান্ডার দাপটও। আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গের মোট পাঁচটি জেলা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে কলকাতাও। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন-উন্মাদনায় ফিরল আসিয়ানের স্মৃতি

কুয়াশার সতর্কতা রয়েছে আগামী কয়েক দিন। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে, একইসঙ্গে পাঞ্জাব-হরিয়ানা সংলগ্ন হিমালয় পাদদেশ অঞ্চলে তৈরি হয়ে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা৷ এই দুইয়ের জেরে ঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে। ঘণ্টায় ২৬০ থেকে ২৭০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তিত হতে পারে। এই ক’দিনে রাজ্যের তাপমাত্রাও বাড়বে। তবে বৃষ্টির মেঘ কেটে গেলে আবার ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে কি না, তা নিয়ে এখনও কিছু জানায়নি হাওয়া অফিস। এদিকে দক্ষিণের পাশাপাশি উত্তরেও বৃষ্টির সম্ভাবনা। তবে আজ শুধু দার্জিলিঙে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল থেকে উত্তরের সব ক’টি জেলাতেই হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে জারি তুষারপাতও।

Latest article