ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, নদী বাঁধ ভেঙে প্লাবিত পূর্ব মেদিনীপুর

Must read

ব্যুরো রিপোর্ট : নিম্নচাপের জেরে এক টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কোথাও হঠাৎ টর্নেডো ঝড় কোথাও আবার নদী বাঁধ ভেঙে প্লাবিত এলাকা। সবংয়ে জলে তলিয়ে মৃত্যু হয়েছে দু’জনের। কেলেঘাই নদীর বাঁধ ভেঙ্গে পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকা প্লাবিত। যুদ্ধকালীন তৎপরতায় বিপর্যস্ত এলাকাগুলিতে কাজ করছে প্রশাসন। খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির। প্লাবিত এলাকা থেকে দুর্গতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে নিরাপদ আশ্রয়ে।

এক টানা বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ নম্বর ব্লকের কাছে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে বিপত্তি। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করে। এর জেরে পটাশপুর ১ ও ২ নম্বর ব্লকের বহু জায়গা প্লাবিত হয়েছে। জল থইথই পটাশপুর বাজার। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, প্রায় ২০০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিরাপদ জায়গায় সরানো হয়েছে প্রায় ৮০ হাজার মানুষকে।

আরও পড়ুন: রাজনৈতিক সৌজন্য: প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বৃষ্টির জলে ভাসছে হুগলি জেলার গোঘাট।দুদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গোঘাটের বিস্তীর্ণ এলাকা।গোঘাটের সাতবেরিড়া থেকে বদনগঞ্জ রাস্তার বৃষ্টির জলে জলমগ্ন।দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।প্রশাসন দ্রুত জল নিকাশের কাজ শুরু করে দিয়েছে।
এরইমধ্যে আবহাওয়া জানিয়েছে বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ আরও গভীর হয়েছে। যার জেরে শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। খারাপ আবহাওয়ার কারণে দিঘার সমুদ্রে জারি করা হয়েছে সতর্কতা।

Latest article