বেঙ্গালুরু : আইপিএল টিভি রাইটস থেকে ৪৮,৩৯০ কোটি টাকা ঢুকেছে বোর্ডের ঘরে। তারপরও টানাটানির সংসার! এতটাই যে খরচ বাঁচাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে রঞ্জি ফাইনালে (Ranji Final) ডিআরএসের কোনও ব্যবস্থা নেই।
এক কর্তার কথায়, দেশের সেরা দুই আম্পায়ার রঞ্জি ফাইনাল পরিচালনা করছেন। বীরেন্দ্র শর্মা ও অনন্ত পদ্মনভন। এঁদের উপর ভরসা রাখতে হবে। ডিআরএসের অনেক খরচ। অনেক ক্যামেরা লাগে। রঞ্জি সম্প্রচারে কম ক্যামেরা ব্যবহার হয়।
বিষয়টি সামনে এসেছে কারণ, ফাইনালের (Ranji Final) দ্বিতীয় দিনে এর দরকার পড়েছিল। সরফরাজ খান সম্ভবত জীবন পেয়েছেন ডিআরএস না থাকায়। মধ্যপ্রদেশের সিমার গৌরব যাদবের বলে তাঁর বিরুদ্ধে এলবির আবেদন হয়েছিল। কিন্তু সেটা নাকচ হয়। গৌরবরা দ্বিতীয়বার আবেদন জানানোর সুযোগ পাননি। কারণ ডিআরএস নেই!২০১৯-২০-তে হকআই ও আল্ট্রাএজ ছাড়াই রঞ্জি সেমিফাইনাল ও ফাইনালে পরীক্ষামূলকভাবে ডিআরএস রেখেছিল বিসিসিআই। তার আগের বছর বাংলার বিরুদ্ধে ম্যাচে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) দু’বার জীবন পাওয়ায় বিস্তর বিতর্ক হয়েছিল। অনেকে মনে করেন এতে বাংলাকে ম্যাচে হারতে হয়েছিল। তারই ফলস্বরূপ এমন সিদ্ধান্ত হয়। কিন্তু আধা ডিআরএস তেমন গ্রহণযোগ্য হয়নি।
আরও পড়ুন: বিরাট নিয়ে সরব কপিল: ‘ব্যাটে রান না পেলে লোকে কথা বলবেই’
কোভিডের জন্য গত আড়াই বছরে বোর্ডের সব টুর্নামেন্ট হয়নি। এখন আবার হচ্ছে। তারপরও কেন এই অবস্থা, সেই প্রশ্ন উঠছে। একটা ধারণা হয়েছে, ফাইনালে রাখলে গোটা টুর্নামেন্টেই ডিআরএস রাখতে হত। সেই ব্যয়বহুল ব্যাপারটা তাই এড়িয়ে গিয়েছে বিসিসিআই।