গুপ্তচর সংস্থা র-এর প্রধান রবি সিনহা

পরবর্তী ক্ষেত্রে তাঁকে ক্যাবিনেট সচিবালয়ের স্পেশাল সেক্রেটারিও করা হয়। গোয়েন্দা মহলে পাকিস্তান বিশেষজ্ঞ হিসেবেও পরিচিত রবি।

Must read

দেশের গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র-এর প্রধান হিসেবে নিয়োগ করা হল আইপিএস অফিসার রবি সিনহাকে। এতদিন র-এর প্রধান পদে ছিলেন ১৯৮৪ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের আইপিএস অফিসার সামন্তকুমার গোয়েল। ছত্তিশগড় যখন মাওবাদী সমস্যা জর্জরিত সে সময় এই রাজ্যের পুলিশের ডিজি ছিলেন সিনহা।

আরও পড়ুন-মোদির ‘মন কি বাত’ বয়কটে রাস্তায় রেডিও ভেঙে প্রতিবাদ ইম্ফলে

বরাবরই দুঁদে অফিসার হিসেবে পরিচিত এই আইপিএস কর্তা। ২০০২ সাল থেকেই তিনি কেন্দ্রের ডেপুটেশনে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে তাঁকে ক্যাবিনেট সচিবালয়ের স্পেশাল সেক্রেটারিও করা হয়। গোয়েন্দা মহলে পাকিস্তান বিশেষজ্ঞ হিসেবেও পরিচিত রবি। ছত্তিশগড় ক্যাডারের ১৯৮৮ ব্যাচের অফিসার তিনি। তবে তাঁর সঙ্গে র-এর যোগাযোগ প্রায় দু-দশকের। সাত বছর এই গুপ্তচর সংস্থার অপারেশনাল বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি। ১ জুলাই সিনহা দু’বছরের জন্য র প্রধানের পদে বসছেন।

Latest article