কঠিন ম্যাচে সহজ জয় আরসিবির

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১২৬/৯ (২০ ওভার), লখনউ সুপার জায়ান্টস ১০৮ (১৯.৫ ওভার)

Must read

লখনউ, ১ মে : আরসিবিকে ১২৬ রানে আটকে রেখে জয়ের রাস্তা তৈরি করেছিলেন লখনউ (Rcb vs Lucknow) স্পিনাররা। কিন্তু এই রানও বড় হয়ে গেল তাদের জন্য। ১০৮ রানে ইনিংস শেষ করে লখনউ হেরে গেল ১৮ রানে।
দ্বিতীয় ওভারে কাইল মেয়ার্সকে (০) তুলে নেন মহম্মদ সিরাজ। চতুর্থ ওভারে ক্রুনাল পান্ডিয়াকে (১৪) ফেরান ম্যাক্সওয়েল। ১৯ রানে দুই উইকেট চলে যায় লখনউ সুপার জায়ান্টসের। কে জানত আরও নাটক অপেক্ষা করছে। এবার বাদোনি (৪) ফেরত গেলেন হ্যাজলউডের বলে। বোর্ডে রান ২১/৩। তারপর দীপক হুদা (১) যখন হাসরাঙ্গাকে উইকেট দিয়ে গেলেন, স্কোর বোর্ডে লখনউয়ের আরও করুণ অবস্থা, ২৭ রানে ৪ উইকেট হারিয়ে। কম রানের ম্যাচে যে দাপট আরসিবির দেখানোর ছিল, তারা এদিন ষোলো আনা সফল।

আরও পড়ুন- আজ দক্ষিণ দিনাজপুরে অভিষেক

কে এল রাহুল ম্যাচের শুরুতেই চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন। তাঁকে দরকার ছিল ব্যাটিংয়ের। পরপর উইকেট যাচ্ছে! তিনি থাকলে হাল ধরতেন। পুরান (৯) যখন ফিরে গেলেন, লখনউ ৫ উইকেট হারিয়ে বসেছে ৩৮ রানে। গৌতম ২৩ ও অমিত মিশ্র ১৯ রান করেছেন। রাহুল শেষ ব্যাটার হিসাবে নেমেছিলেন। কিন্তু রান করতে পারেননি। আগের ম্যাচে আড়াইশো করা দলের এমন বিপর্যয় ভাবা যায় না! উইকেট যত কঠিনই হোক!
বিরাট কোহলি যখন আউট হলেন, আরসিবি ৯ ওভারে ৬২। ওভার পিছু ৭ রান। খুব ভাল না হলেও খারাপ নয়। কিন্তু লখনউয়ের তিন স্পিনারের সাঁড়াশি আক্রমণে এরপর আরসিবির পুরো মিডল অর্ডারটাই শেষ হয়ে গেল। বিরাট ৩০ বলে ৩১ করার পর ডুপ্লেসির অবদান ৪০ বলে ৪৪। তারপর আর কারও ব্যাটে রান নেই।

এই উইকেটে বল অনেক দেরিতে এল। ঘুরল। থমকে গেল। প্রত্যাশিতভাবেই কম রান উঠল এখানে। বিরাট ফিরে যাওয়ার পর ৪৭ রানে অর্ধেক ইনিংস শেষ হয়ে গেল আরসিবির (Rcb vs Lucknow)। পাঁচ উইকেট হারিয়ে তারা তখন ১০৯। রবি বিষ্ণোই (২১/২), অমিত মিশ্র (২১/২), নভিন উল হক (৩০/৩) ও কৃষ্ণাপা গৌতম (১০/১) মিলে আরসিবির ব্যাটিংকে এমন চেপে ধরেছিলেন যে তারা ২০ ওভারে ১২৬/৯-এর বেশি তুলতে পারেনি।
দ্বিতীয় স্থানে থাকা লখনউ এই ম্যাচে খেলতে নেমেছিল পঞ্চম স্থানে থাকা আরসিবির বিরুদ্ধে। দুটো দলের কাছেই জয় দরকার ছিল এদিন। কিন্তু উইকেট বড় প্রতিবন্ধকতা নিয়ে এসেছিল দুটো দলের সামনেই। ফলে একটা লো স্কোরিং ম্যাচ দেখল লখনউ। তবে এরমধ্যেই শেষ হাসি হাসল আরসিবি।

Latest article