লালন শেখ মামলায় রাজ্য পুলিশেই আস্থা কোর্টের নির্দেশ সিবিআইকে

Must read

প্রতিবেদন : সিবিআই নয়, রাজ্য পুলিশেই আস্থা রাখল আদালত। রাজ্য পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট বগটুই-কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের (Lalan Sheikh’s Death) রহস্যমৃত্যুর তদন্ত করবে। সোমবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে আদালত এই তদন্তে সিবিআইকে সিটের সঙ্গে সবরকম ভাবে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই সিট গঠনের কাজ শেষ করতে হবে বলেও জানিয়েছে আদালত। আইপিএস প্রণব কুমারের নেতৃত্বে কাজ করবে সিট। তাঁর সঙ্গে থাকবেন হোমিসাইড শাখার অফিসার বীরেশ্বর চট্টোপাধ্যায়। এই দু’জন আধিকারিকই সিটের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করে ১ সপ্তাহের মধ্যে তা আদালতকে জানিয়ে দেবেন। তবে তদন্ত করলেও এই মামলায় সিবিআই অফিসারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না সিট। তদন্ত শেষ হলেও আদালতের নির্দেশ ছাড়া চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করতে পারবে না সিট, তাও এদিন স্পষ্ট করে দিয়েছে আদালত। বীরভূমের বগটুই-কাণ্ডে অন্যতম অভিযুক্ত ছিলেন এই লালন শেখ। ঘটনার প্রায় ৯ মাস পর তাঁকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারির ৯ দিনের মাথায় গত ডিসেম্বরে রামপুরহাটের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে অস্বাভাবিক মৃত্যু হয় লালনের (Lalan Sheikh’s Death)। ক্যাম্পের শৌচালয় থেকে লালন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। লালনের পরিবার সিবিআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ আনে। যদিও ময়নাতদন্তের রিপোর্টে গলায় ফাঁস লেগে মৃত্যুর কথাই বলা হয়েছিল।

আরও পড়ুন-আজ দক্ষিণ দিনাজপুরে অভিষেক

Latest article