জিতল রিয়াল, হার বার্সেলোনার

শনিবার রাতে রিয়াল সোসিয়াদাদকে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেন করিম বেঞ্জেমারা।

Must read

বার্সেলোনা, ৫ ডিসেম্বর : চলতি লা লিগায় দারুণ ছন্দে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে রিয়াল সোসিয়াদাদকে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেন করিম বেঞ্জেমারা। প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে রিয়ালের হয়ে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র এবং লুকা জোভিচ।

আরও পড়ুন-Suvendu Adhikary: পুরভোটে উধাও, দলীয় বিধায়করাও অসন্তুষ্ট, বিজেপিতে কোণঠাসা এবার শুভেন্দু

৪৭ মিনিটে জোভিচের পাস থেকে প্রথম গোল করেন ভিনিসিয়াস। লিগে ব্রাজিলীয় উইঙ্গারের এটি ১০ নম্বর গোল। ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোভিচ। এই জয়ের সুবাদে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়েছে রিয়াল।

আরও পড়ুন-চোটে জেরবার ইস্টবেঙ্গল

এদিকে, বুধবার চ্যাম্পিয়ন্স লিগের আসরে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ। তার আগেই লা লিগায় বড় ধাক্কা খেল বার্সেলোনা। শনিবার রাতে ঘরের মাঠে রিয়াল বেতিসের কাছে ০-১ গোলে হেরে গিয়েছে বার্সা। কোচের দায়িত্ব নেওয়ার পর, প্রথম পরাজয়ের স্বাদ পেলেন জাভি। ৫২ মিনিটেই গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের ভুলে গোল হজম করে বসেছিল বার্সা। যদিও জুয়ানমির করা গোল অফসাইডের জন্য বাতিল করে দেন রেফারি।

আরও পড়ুন-আজ সামনে জামশেদপুর

তবে ৭৯ মিনিটে সেই জুয়ানমিই গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে টের স্টেগেনকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি। এই হারের সুবাদে লা লিগার খেতাবি দৌড়ে আরও কিছুটা পিছিয়ে পড়ল জাভির দল। ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় আপাতত সাত নম্বরে রয়েছে বার্সেলোনা।

Latest article