দার্জিলিং-গ্যাংটকে রেকর্ড-ভাঙা গরম, কালিম্পংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি

মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রিতে, বুধবার ২৬.১ ডিগ্রি। বুধবার ২৩ বছরের উষ্ণতম দিন কাটিয়েছে গ্যাংটক ।

Must read

গরমের ছুটিতে যেখানে মানুষ দার্জিলিংয়ে (Darjeeling), নয় সিকিমে (Sikkim) যায় সেখানে ভাঁটা পড়ছে। কিন্তু আবহাওয়ার (Weather) রাজস্থানকেও হার মানাচ্ছে। কালিম্পংয়ের চেয়ে বেশি ‘ঠান্ডা’ পাওয়া যেত বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন-বর্ষা আসার আগেই ঘূর্ণিঝড়? সাগরে নিম্নচাপ

মঙ্গলবারের রাজস্থানের জলসলমেরের সর্বোচ্চ তাপমাত্রা মাত্র ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যোধপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যদিও এই সময় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩-৪৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা। কোনও কোনও বছর ৪৮-৪৯ ডিগ্রিতেও পৌঁছেছে পারদ।

আরও পড়ুন-ধৃতদের দশদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের, গাঁজা পাচারের কিং পিন নিশীথের ঘনিষ্ঠ

উল্টোদিকে মঙ্গলবারে কালিম্পংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াসে। দু’দিন দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় পঁচিশের উপরে। মঙ্গলবার ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে প্রায় ৬ ডিগ্রি বেশি। মে মাসে শৈলশহর এত গরম দেখা যায়নি। রেকর্ড এ বার ভেঙে গেল।

আরও পড়ুন-জকোভিচকে নিয়ে নিন্দায় মুখর ফ্রান্স

রেকর্ড ভেঙেছে গ্যাংটকেও। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রিতে, বুধবার ২৬.১ ডিগ্রি। বুধবার ২৩ বছরের উষ্ণতম দিন কাটিয়েছে গ্যাংটক । জানা গিয়েছে ২০০০ সালের ১৪ মে তাপমাত্রা গিয়েছিল ২৬.১ ডিগ্রিতে।

Latest article