প্রতিবেদন : মাসখানেক আগে ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে সার্জিও লোবেরার ওড়িশা এফসি-কে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। আবার সেই একই মাঠে একই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে তারা। তবে সুপার কাপের ইস্টবেঙ্গলের সঙ্গে এই দলের অনেক ফারাক। দলে নতুন বিদেশি এসেছেন। তার উপর জোড়া ধাক্কায় বেসামাল লাল-হলুদ। কার্ড সমস্যার কারণে দল পাচ্ছে না নির্ভরযোগ্য ডিফেন্ডার হিজাজি মাহেরকে। একই কারণে রয় কৃষ্ণদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগ আউটে থাকবেন না কোচ কার্লেস কুয়াদ্রাত। পরিবর্তে আজ বেঞ্চে বসবেন সহকারী কোচ ডিমাস ডেলগাডো। এই অবস্থায় ওড়িশাকে হারিয়ে লিগে আট নম্বর থেকে প্রথম ছয়ের আরও কাছে পৌঁছনোর কাজটা বেশ কঠিন ক্লেটন সিলভাদের কাছে।
আরও পড়ুন-যৌথ সংস্থার চুক্তি স্বাক্ষর করল রিলায়েন্স-ডিজনি
সুপার কাপ ফাইনালের ভিডিও পোস্ট করে লিগ শীর্ষে থাকা ওড়িশা-র তরফে কার্যত হুঁশিয়ারি দিয়ে সেখানে লেখা হয়েছে, ‘‘আমরা কিছুই ভুলে যাইনি।’’ তাই লড়াই খুব কঠিন। কৃষ্ণ, দিয়েগো মরিসিওদের আটকানোর পরীক্ষা হিজাজিহীন ইস্টবেঙ্গল রক্ষণের। ডাগ আউটে না থাকলেও কলিঙ্গের গ্যালারিতেই থাকবেন কুয়াদ্রাত। এদিন যুবভারতীর কনফারেন্স রুমের শেষ সারিতে বসে ডেলগাডো, সায়নদের সাংবাদিক সম্মেলন শুনলেন স্প্যানিশ কোচ। সোমবার সকালে যুবভারতীতে অনুশীলন করে ভুবনেশ্বর উড়ে যায় ইস্টবেঙ্গল। দলের সঙ্গে গিয়েছেন হরমনজ্যোৎ খাবরা। তিনি খেলতে পারেন। চাপ কমাতে এদিন প্র্যাকটিসে বিশ্রাম দেওয়া হয় নন্দ কুমারকে। দলের সঙ্গে রিহ্যাব শুরু করেছেন চোট সারিয়ে ফেরা অস্ট্রেলীয় ডিফেন্ডার জর্ডন এলসে।
আরও পড়ুন-কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বাংলার মিত্রাভ গুহ
কুয়াদ্রাতের সহকারী ডেলগাডো বললেন, ‘‘প্রধান কোচের না থাকার প্রভাব ম্যাচে পড়বে না। আমাদের কাছে এটা খুবই স্বাভাবিক। মরশুমের শুরু থেকে আমরা একসঙ্গে কাজ করছি। সবাই নিজেদের কাজটা জানে। কী করতে হবে তা ছেলেরা জানে। আমরাও বুঝিয়ে দিচ্ছি। তাই আমাদের চিন্তার কিছু নেই।’’ যোগ করেন, ‘‘বড় দলের বিরুদ্ধে আমরা ভাল খেলি। সেটা করেও দেখিয়েছি। আগে ওড়িশার বিরুদ্ধে যেমন লড়াই করেছে দল, আশা করছি এবারও সেটা হবে। ওড়িশার কাজটা কঠিন করতে চাই।’’
কার্ড সমস্যার কারণে মোহনবাগানের বিরুদ্ধে আহমেদ জাহুকে পায়নি ওড়িশা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঝমাঠের সেরা ফুটবলারকে পাবে লোবেরার দল। কুয়াদ্রাতের দল অবশ্য প্রতিপক্ষ নিয়ে মাথা ঘামাতে চায় না।