ত্রাণ ও পুনর্বাসন প্যাকেজ

Must read

প্রতিবেদন : মোট পুনর্বাসন প্যাকেজ মূল্য ১০ হাজার কোটি টাকা। প্রকল্প এলাকায় যাঁদের জমি বাড়ি রয়েছে, তাঁরা বিঘা প্রতি ১০ থেকে ১৩ লক্ষ টাকা পাবেন। এছাড়া আরও অন্যান্য খাতে পাবেন সাড়ে ৫ লক্ষ টাকা, সঙ্গে আরআর কলোনিতে ৬০০ বর্গফুটের একটি বাড়ি পাবেন।

আরও পড়ুন : ৩৫ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর দেওচা পাঁচামিতে যথাযথ পুনর্বাসন

 যে সব পরিবার বাড়ি বা জমি হারাবেন অথবা বর্গাদাররা পরিবারপিছু একজন জুনিয়র পুলিশ কনস্টেবল র‍্যাঙ্কে চাকরি পাবেন। এঁদের সংখ্যা হল ৪৯৪২। প্রায় ৩ হাজার জন ক্রাশার লেবার এক বছরের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে পাবেন এককালীন। প্রকল্প এলাকায় কর্মরত প্রায় ১৬০ জন কৃষি শ্রমিক এককালীন ৫০ হাজার টাকা করে পাবেন। এর সঙ্গে ৫০০ দিনের জন্য ১০০ দিনের কাজ পাবেন।
২৮৫ জন ক্রাশার মালিক তাঁদের জমি এবং বিল্ডিংয়ের দাম এবং ৫০ হাজার টাকা শিফটিং অ্যালাওয়েন্স পাবেন। এছাড়াও ৬ মাস ধরে প্রতিদিন ১০ ট্রাক ব্যাসল্ট বিনামূল্যে পাবেন এবং কাছেই চাঁদা মৌজায় যে ব্যাসল্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে, সেখানে পুনর্বাসন পাবেন। এই প্রকল্প এলাকায় ১২টি গ্রাম রয়েছে। এই গ্রামগুলিতে ৪ হাজার ৩১৪টি বাড়িতে প্রায় ২২ হাজার মানুষ বসবাস করেন। যার মধ্যে ৩৬০১ জন তফসিলি জাতি এবং ৯০৩৪ জন তফসিলি উপজাতির মানুষ।

Latest article