হাসপাতাল থেকে ছাড়া পেলেন রেণু, চাকরিতে যোগ দিতে মরিয়া

কেতুগ্রামের রেণু খাতুন বাঁ হাতে লেখা অভ্যাস করেছেন। তাঁর স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার করেছে তিন সুপারি কিলারকেও।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : রেণু খাতুন এখন এক অনুপ্রেরণার নাম। সরকারি নার্সের চাকরি পাওয়ায় স্বামী ডান হাতের কব্জি কেটে নিয়েছিল। তবু মনের জোর এতটুকু কমেনি রেণুর। বাঁহাত দিয়েই লড়াই চালাতে মরিয়া এই তরুণী। এই লড়াইয়ে তাঁর পাশে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁকে দ্রুত নার্সিং বিভাগে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। পোস্টিং দিয়েছেন রেণুর বাড়ির কাছেই পূর্ব বর্ধমানে। এখনও হাতে ব্যান্ডেজ বাঁধা রেণুর। তার মধ্যেই কাজে ফিরতে চাইছেন রেণু।

আরও পড়ুন-জকোর পতন

ইতিমধ্যে কেতুগ্রামের রেণু খাতুন বাঁ হাতে লেখা অভ্যাস করেছেন। তাঁর স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার করেছে তিন সুপারি কিলারকেও। স্বামীর কঠোর শাস্তি চেয়েছেন রেণু। সোমবার দুর্গাপুরের শোভাপুর এলাকার ওই বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। নতুন করে কোনও শারীরিক জটিলতা না হলে ঘরেই সুস্থ হয়ে উঠবেন। তবে ওষুধ খেয়ে যেতে হবে। ড্রেসিং বাড়ি থেকেও করা যাবে। তাঁর পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী-সহ রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান রেণু।

আরও পড়ুন-অপেক্ষার কয়েক ঘন্টা, ত্রিপুরায় ঐতিহাসিক রোড-শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আপাতত তাঁর গন্তব্য বর্ধমানে দিদির বাড়ি। ওখান থেকেই দ্রুত আরোগ্যলাভ করে কাজে যোগ দিতে মরিয়া তিনি। রেণু হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাওয়ার আগেই তাঁর হাতে নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছে। জেলাশাসকের হাত থেকে তা নেওয়ার সময় কিছুটা আবেগবিহ্বল হয়ে পড়েছিলেন রেণু। একটি হাত চলে যাওয়ায় নার্সের কাজ করা তাঁর পক্ষে আর সম্ভব নয়। সেজন্য তাঁকে নন নার্সিং স্টাফ হিসেবে নিয়োগ করা হচ্ছে। গ্রেড ২ নার্সিং বিভাগে পাশ করেছিলেন রেণু। ওই গ্রেডেই রাখা হচ্ছে তাঁকে। সূত্রের খবর, আপাতত মাসিক ২৯ হাজার ৮০০ টাকা বেতন পাবেন তিনি।

Latest article