এজেন্সি ও বঞ্চনার বিরুদ্ধে যাদবপুরে মিছিলে গর্জন

ইডি-সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি। তৃণমূলের কাছে গোহারা হেরে বাংলার উপর রাগ প্রতিফলিত করছে তারা।

Must read

প্রতিবেদন : ইডি-সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি। তৃণমূলের কাছে গোহারা হেরে বাংলার উপর রাগ প্রতিফলিত করছে তারা। তারই ফলে এত বঞ্চনা, কেন্দ্রীয় এজেন্সির এই অপব্যবহার। রবিবার যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত মিছিল করে পথসভা থেকে বিজেপিকে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কেন্দ্রীয় বঞ্চনা ও এজেন্সির অপব্যবহারের প্রতিবাদে তিনি বলেন, হেরে গিয়ে বাংলার উপর প্রতিশোধ নিচ্ছে বিজেপি। সে-কারণে প্রাপ্য টাকা বন্ধ করে দিচ্ছে। ইডি-সিবিআইকে দিয়ে হেনস্থা করা হচ্ছে। তারই প্রতিবাদে এদিনের এই জনজোয়ার।

আরও পড়ুন-শুরু মকরস্নান, সামলাচ্ছেন ৮ মন্ত্রী, ৬৫ লক্ষ পুণ্যার্থী

মিছিল শেষে বিজেপিকে একহাত নিয়ে তৃণমূল মুখপাত্র বলেন, ইডি-সিবিআইকে দিয়ে তৃণমূলকে ভেঙে দেওয়া যাবে না। যদি বিজেপি ভেবে থাকে ইডি-সিবিআইকে দিয়ে তৃণমূলকে দুমড়ে-মুচড়ে দেওয়া যাবে, তাহলে তারা ভুল ভাবছে। বিজেপি যেন ভুলে না যায়, বাংলার মানুষ এক-একটা ভোট নিয়ে তৃণমূলের পাশে দাঁড়াতে প্রস্তুত। তিনি বলেন, যত ইডি-সিবিআই লাগিয়ে বাংলাকে অপদস্থ করবে, তত তৃণমূলের আত্মবিশ্বাস বাড়বে। এদিন ফের পথে নেমে তৃণমূল বুঝিয়ে দিল বিজেপিকে প্রতিরোধ করতে মানুষ তৈরি। বিজেপির প্রতিহিংসার বিরুদ্ধে তৃণমূলের এই লড়াই চলবে। তৃণমূলের কোনও বিকল্প নেই, তৃণমূলের একমাত্র বিকল্প উন্নততর তৃণমূল।

Latest article