বিরাট কবে ফর্মে ছিল না : রোহিত

Must read

অ্যাডিলেড, ২ নভেম্বর : একটা সময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেও কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর স্বীকারোক্তি রোহিত শর্মার। ম্যাচের পর ভারত অধিনায়ক  বলেন, ‘‘আমি শান্ত ছিলাম। তবে একটু চিন্তাও হচ্ছিল। আসলে ম্যাচের পরিধি কমে গেলে ম্যাচের ভাগ্য যে কোনও মুহূর্তে ঘুরে যেতে পারে। বৃষ্টির পর খেলা শুরু হওয়ার পর নিজেদের সর্বস্ব দিয়ে ঝাঁপাতে চেয়েছিলাম। সেটা করতে পেরেছি বলেই জিতেছি।’’
একই সঙ্গে বিরাট কোহলির (Virat Kohli- Rohit Sharma) উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রোহিত। তাঁর প্রশ্ন, ‘‘বিরাট কবে ফর্মে ছিল না? আমার তো কখনও সেটা মনে হয়নি। হ্যাঁ, মাঝে কয়েকটা ইনিংসে রান পায়নি। কিন্তু এশিয়া কাপের পর থেকেই বিরাট ছন্দ ফিরে পেয়েছি। বড় প্রতিযোগিতায় খেলার প্রচুর অভিজ্ঞতা রয়েছে ওর। তাই বিশ্বকাপে ওর বাল পারফরম্যান্স নিয়ে আমার মনে কোনও সন্দেহ ছিল না। রাহুলও রান পাওয়ায় আমি খুশি। ও আমাদের দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য।’’

আরও পড়ুন-ডার্বি হার ভুলে জয়ের খোঁজে ইস্টবেঙ্গল

মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ পেসার থাকা সত্ত্বেও কেন তরুণ অর্শদীপ সিংকে দিয়ে শেষ ওভার করালেন? রোহিত (Virat Kohli- Rohit Sharma) বলছেন, ‘‘আর্শদীপ দলে ঢোকার পর থেকেই ওকে ডেথ ওভারের বোলার হিসেবে তৈরি করা হয়েছে। বুমরা না থাকায় কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হত। আমরা অর্শদীপকেই বেছেছি। বয়সে তরুণ হলেও, গত ৮-৯ মাস ধরে এই কাজটা ও সফলভাবে করছে।’’

Latest article