মাথা উঁচু রাখো রোহিত বার্তা সানি-কপিল-শচীনের

বিধ্বস্ত রোহিত শর্মা অ্যান্ড কোংয়ের পাশেই দাঁড়াচ্ছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ত্রয়ী—সুনীল গাভাসকর, কপিল দেব ও শচীন তেন্ডুলকর।

Must read

নয়াদিল্লি, ২০ নভেম্বর : তিনের বদলা তেইশেও হল না! তাহলে কি আরও বছর কুড়ির অপেক্ষা? বিধ্বস্ত রোহিত শর্মা অ্যান্ড কোংয়ের পাশেই দাঁড়াচ্ছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ত্রয়ী—সুনীল গাভাসকর, কপিল দেব ও শচীন তেন্ডুলকর।

আরও পড়ুন-এই হার হজম করা কঠিন : শামি

গাভাসকর কোনও রাখঢাক না করেই বলছেন, ‘‘ফাইনালে হার সব সময়ই দুঃখজনক। কিন্তু এই ভারতীয় দলটার জন্য আমাদের গর্ব করা উচিত। টুর্নামেন্টে রোহিতরা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। সব সময় সবকিছু পক্ষে যায় না। অস্ট্রেলিয়া ফাইনালে যোগ্য দল হিসাবেই জিতেছে। তবে রোহিতদের উচিত মাথা উঁচু রাখা। ট্রফি না পেলেও, এই বিশ্বকাপে ওরা আমাদের গর্ব করার মতো বেশ কিছু অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছে।’’

আরও পড়ুন-চেয়েছিলাম কাপ হাতে নিক দ্রাবিড়

’৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল ভারতীয় দলের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘তোমরা চ্যাম্পিয়নের মতোই খেলেছ। মাথা উঁচু রাখ। জানি, ট্রফি জেতাই ছিল তোমাদের চূড়ান্ত লক্ষ্য। কিন্তু আমার চোখে তোমরাই বিজয়ী। গোটা ভারত তোমাদের জন্য গর্বিত।’’ রোহিতের পাশে দাঁড়িয়ে কপিল আরও লিখেছেন, ‘‘রোহিত তুমি অসাধারণ দক্ষতায় নিজের দায়িত্ব পালন করেছ। কঠিন সময়ে ভেঙে পড় না। গোটা দেশ তোমার পাশে রয়েছে।’’

আরও পড়ুন-বিকৃত মানসিকতা, কবর থেকে শিশুর দেহ তুলে যৌন হেনস্থা যোগীরাজ্যে

শচীন রবিবার মোতেরায় উপস্থিত ছিলেন। খেলা শেষ হওয়ার পর মাঠেই ভারতীয় ক্রিকেটারদের সান্ত্বনা দিতে দেখা গিয়েছিল তাঁকে। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে শচীন লিখেছেন, ‘‘ছ’নম্বর বিশ্বকাপ জেতার জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন। সবথেকে গুরুত্বপূর্ণ দিনের মঞ্চে ওরাই সেরা ক্রিকেটে খেলেছে। দুর্ভাগ্য টিম ইন্ডিয়ার। একটা খারাপ দিন সব স্বপ্ন শেষ করে দিল। জানি ক্রিকেটার থেকে ফ্যান, প্রত্যেকই হতাশ। কিন্তু পরাজয় খেলার অঙ্গ। বরং গোটা টুর্নামেন্ট জুড়ে এই দলটা যে দুর্দান্ত ক্রিকেট খেলেছে, সেটাই আমরা সবাই মনে রাখি।’’

Latest article