মাদ্রিদে নিষ্প্রভ রোনাল্ডো, ড্র ম্যান ইউয়ের

এদিকে, এই ম্যাচে রোনাল্ডোকে নিজের ফর্মের ধারেকাছেও দেখা যায়নি। একসময় রিয়াল মাদ্রিদে খেলার সুবাদে মাদ্রিদ ছিল তাঁর শহর।

Must read

মাদ্রিদ, ২৪ ফেব্রুয়ারি : যখন রিয়ালের হয়ে খেলতেন, অনেকবার অ্যাটলেটিকো মাদ্রিদের লা লিগা জয়ের রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুধবার ফের সেই দলের জয় আটকে দিল তাঁর এখনকার দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু তাতে তেমন কোনও ভূমিকা থাকল না ফুটবলের মহাতারকার।

আরও পড়ুন-ফর্মে ফিরতে শচীনের পরামর্শ নেন বিরাট

মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড ১৬-র এই ম্যাচে সাত মিনিটে গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন জো ফেলিক্স। যিনি পর্তুগালের জাতীয় দলে রোনাল্ডোর নেতৃত্বে খেলেন। ডাইভিং হেডে গোল করেছেন ফেলিক্স। যাঁকে একসময় ভবিষ্যতের রোনাল্ডো বলা হত। কিন্তু শুরুতে গোল করেও দিয়েগো সিমিওনের দল এই ম্যাচে জিততে পারেনি শুধু ডিফেন্ডারদের ভুলে। ৮০ মিনিটে ম্যান ইউয়ের হয়ে গোল শোধ করে দেন পরিবর্ত হিসাবে নামা সদ্য তরুণ অ্যান্থনি এলাঙ্গা। শেষপর্যন্ত ম্যাচের ফল ১-১।

আরও পড়ুন-ঋদ্ধির মতোই অবিচারের শিকার হয়েছি, দাবি কিরমানির

১৯ বছর ৩০২ দিনে এই গোল এলাঙ্গার। যা ম্যান ইউয়ের রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে এত কম বয়সে এর আগে ক্লাবের কেউ গোল করতে পারেননি। অ্যাটলেটিকোর হোম ম্যাচে ওয়ান্দা মেট্রোপলিতানোতে বুধবারের এই খেলায় আগাগোড়া প্রাধান্য ছিল অ্যাটলেটিকোর। দুবার তাদের শট ক্রস বারে লেগে ফিরে এসেছে। তার মধ্যে ৮৬ মিনিটে গ্রিজমানের শটও রয়েছে। ম্যাচের ফলে হতাশ হলেও দলের খেলায় খুশি কোচ সিমিওনে। ফিরতি ম্যাচ ১৫ মার্চ ইংল্যান্ডে। ম্যাঞ্চেস্টারের ঘরের মাঠে।

আরও পড়ুন-‘চাপ কাটাতেই নেতৃত্ব ছেড়েছি’, আরসিবির অধিনায়কত্ব প্রসঙ্গে বিরাট

এদিকে, এই ম্যাচে রোনাল্ডোকে নিজের ফর্মের ধারেকাছেও দেখা যায়নি। একসময় রিয়াল মাদ্রিদে খেলার সুবাদে মাদ্রিদ ছিল তাঁর শহর। মাদ্রিদ ছাড়ার পর এই শহরে বুধবার নিজের দ্বিতীয় ম্যাচ খেললেন সিআর সেভেন। কিন্তু বল না পেয়ে কার্যত দাড়িয়েই থাকতে হল তাঁকে। তবে যখনই পায়ে বল পড়েছে, গ্যালারি থেকে বিদ্রুপ ভেসে এসেছে।

Latest article