রোনাল্ডোকে ধৈর্য ধরতে হবে : রুনি

Must read

ম্যাঞ্চেস্টার: চলতি মরশুমটা মোটেই ভাল কাটছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এরিক টেন হ্যাগ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পর প্রথম একাদশ থেকে ছিটকে গিয়েছেন রোনাল্ডো। প্রিমিয়ার লিগে মাত্র একটি ম্যাচে প্রথম দলে ছিলেন সিআর সেভেন।
প্রাক্তন ম্যান ইউ তারকা ওয়েন রুনি (Wayne Rooney- Cristiano Ronaldo) মনে করেন, কঠিন সময়ে ভেঙে না পড়ে রোনাল্ডোকে আরও ধৈর্য ধরতে হবে। সুযোগ পর্তুগিজ মহাতারকার সামনে আসবেই। তখন সেই সুযোগ কাজে লাগাতে হবে। ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডোর সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন (২০০৪-২০০৯ মরশুম) খেলেছেন রুনি। তিনি বলছেন, ‘‘বোঝাই যাচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন কোচের নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে সেই পরিকল্পনায় ক্রিশ্চিয়ানো নেই।’’ রুনি (Wayne Rooney- Cristiano Ronaldo) আরও বলেন, ‘‘ক্রিশ্চিয়ানো ও মেসি, ফুটবলের সর্বকালের দুই সেরা। কিন্তু সময় সবার উপরেই থাবা বসায়। ক্রিশ্চিয়ানো ২২-২৩ বছরে যে তীব্রতার সঙ্গে খেলত, সেটা এখন ওর পক্ষে সম্ভব নয়। ওকে যতটা চিনি, তাতে রিজার্ভ বেঞ্চে বসে থাকাটা ক্রিশ্চিয়ানোর পক্ষে অত্যন্ত কষ্টকর। তবে ওকে ধৈর্য ধরতে হবে। আমি নিশ্চিত, ওর সামনে সুযোগ আসবেই। তখন সেই সুযোগকে কাজে লাগাতে হবে।’’ এদিকে, রবিবার ফের প্রিমিয়ার লিগে মাঠে নামছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রোনাল্ডোদের প্রতিপক্ষ এভার্টন।

আরও পড়ুন-হার্দিকের মতো ক্রিকেটার বহু বছরে একবারই আসে, প্রশংসা পোলার্ডের

Latest article