প্রতিবেদন : অন্যদিনের মতো সোমবার সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এক প্রাক্তন রুশ সেনাকর্তা (ex-navy commander)। সে সময়ই তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দিল এক ব্যক্তি। মৃত রুশ সেনাকর্তা স্তানিস্লাভ ঝিৎস্কির (Stanislav Rzhitsky) শরীর থেকে সাতটি বুলেট মিলেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ রাশিয়ার ক্রাসোনদার শহরে। এই খুনের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাশিয়ার (Russia) পুলিশ (Police)। খুন হওয়া ওই রুশ সেনাকর্তা সাবমেরিন কমান্ডার ছিলেন। ইউক্রেন অবশ্য তাঁকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করেছিল। ইউক্রেনের ওয়েবসাইটে ওই প্রাক্তন রুশ সেনা কর্তার নাম, বিস্তারিত ঠিকানা, ছবি সংক্রান্ত সব তথ্য মজুত রয়েছে। স্তানিস্লাভকে (Stanislav Rzhitsky) খুনের ঘটনায় ধৃত ওই ব্যক্তি একটি অ্যাপের সাহায্যে ওই রুশ অফিসারের গতিবিধির দিকে বেশ কিছুদিন ধরে নিরন্তর নজর রাখছিলেন। তদন্তকারীরা মনে করছেন, রীতিমতো পরিকল্পনা করেই স্তানিস্লাভকে খুন করা হয়েছে। ২০২২ সালের জুলাই মাসে ইউক্রেনের ভিনিৎসিয়া শহরে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা হয়। ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছিল প্রায় ২৫ জনের। ওই হামলার নেতৃত্বে ছিলেন স্তানিস্লাভ। যে কারণে ইউক্রেন তাঁকে যুদ্ধাপরাধীর তকমা দিয়েছিল। এই প্রাক্তন রুশ সেনা কর্তার খুনের ঘটনায় ইউক্রেনের কোনও হাত আছে কি না তা খতিয়ে দেখছে ক্রেমলিন। উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার বেশ কয়েকজন প্রথম সারির শিল্পপতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই সমস্ত রহস্য মৃত্যুর কোনও কিনারা হয়নি। রহস্য মৃত্যুর তালিকায় সর্বশেষ সংযোজন এই প্রাক্তন রুশ সেনাকর্তা।
আরও পড়ুন- ন্যাটোর বৈঠকেও অ্যাসেজের উত্তাপ