প্রতিবেদন : দু’বছর আগে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের অংশ হিসেবে বলিউড সুপারস্টার সলমন খানের স্টেজ শো হওয়ার কথা ছিল। কিন্তু অতিমারির কারণে তখন আয়োজন করা সম্ভব হয়নি। এবার সেই অনুষ্ঠান হচ্ছে। আগামী ১৩ মে ইস্টবেঙ্গলের ক্লাব মাঠেই মেগা মিউজিক্যাল ডান্স শো করবেন সলমন। তার জন্য সব আয়োজন সম্পূর্ণ। ক্লাবের তরফে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠানো হয়েছিল। মুখ্যমন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন-শচীন-লারার নামে সিডনি মাঠের গেট
ইস্টবেঙ্গল ক্লাবের সভ্য-সমর্থক এবং তাঁদের পরিবারের জন্য ‘হোয়াটস ইন দ্য নেম’ নামক একটি সংস্থা এগিয়ে এসেছে সলমন নাইট উপহার দিতে। সদস্যদের জন্য টিকিটে থাকছে বিশেষ ছাড়। দাবাং ট্যুরের অঙ্গ হিসেবে বলিউড ভাইজানের মিউজিক্যাল ডান্স শো-টি আড়াই থেকে তিন ঘণ্টার হবে। সলমনের সঙ্গে স্টেজ শো-তে পারফর্ম করবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রনধাওয়া, আয়ুষ শর্মা, কামাল খান-সহ আরও অনেকে। অনুষ্ঠানের সঞ্চালক মণীশ পল। তবে ক্লাবের তরফে সলমন এবং অন্যান্য অতিথিদের সংবর্ধনার কথা ভেবে অনুষ্ঠানের সময় বাড়িয়ে চার ঘণ্টা করা হতে পারে। বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত শো চলার সম্ভাবনা।
আরও পড়ুন-ওঁকারধাম শিবমন্দিরে পুজো দেবেন অভিষেক
টিকিট বিক্রির জন্য ইস্টবেঙ্গল ক্লাবে কিয়স্ক চালু হচ্ছে মঙ্গলবার থেকেই। ক্লাব সদস্যরা টিকিটের মূল্যের উপর ২৫ শতাংশ ছাড় পাবেন। শহরের আরও চার-পাঁচটি জায়গায় কিয়স্ক থাকবে টিকিট সংগ্রহ করার জন্য। এছাড়াও অনলাইনে Insider.in থেকে সবাই টিকিট সংগ্রহ করতে পারেন। আসানসোল, দূর্গাপুর, শিলিগুড়িতেও থাকছে কিয়স্ক। টিকিটের মূল্য ১ হাজার থেকে ২৫ হাজার টাকা।
আরও পড়ুন-চার পুলিশ অফিসার সাসপেন্ড, মিছিলে নির্যাতিতার নাম প্রকাশ, আইনভঙ্গ বিজেপির
সলমনকে সাম্প্রতিক হুমকির জেরে কলকাতা পুলিশের তরফে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকছে। আয়োজক সংস্থার তরফে রাজদীপ চক্রবর্তী বললেন, ‘‘সোনাক্ষী সিনহাদের থেকে কলকাতা ও ইস্টবেঙ্গল ক্লাবের কথা শুনে শুরুতেই এখানে অনুষ্ঠানের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন সলমন। এই অনুষ্ঠান থেকে লাভ হলে ক্লাবকেও কিছু অর্থ তাঁরা তুলে দিতে পারবেন বলে আশা করছেন।’’