কংগ্রেসের হয়ে মনোনয়ন দিয়েও তৃণমূলে যোগদান

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : কংগ্রেসের হয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রতি আকৃষ্ট হয়ে রবিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মুর্শিদাবাদের ফরাক্কা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর আসনের কংগ্রেস প্রার্থী সন্তোষী ঘোষ (Santoshi Ghosh)। রাজ্যসভার তৃণমূল সাংসদ নাদিমুল হক, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সন্তোষী (Santoshi Ghosh) ছাড়াও কয়েকজন কংগ্রেস সমর্থকের হাতে দলীয় পতাকা তুলে দেন। মনিরুল বলেন, কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর আসনের কংগ্রেস প্রার্থীকে প্রলোভন দেখিয়ে মনোনয়নপত্র জমা দিতে বাধ্য করা হয়েছিল। কিন্তু তৃণমূলের উন্নয়ন কর্মসূচির প্রতি আকৃষ্ট হয়ে তিনি আমাদের দলে যোগ দিলেন। ফরাক্কার বিধায়কের দাবি, মুর্শিদাবাদ জেলার মানুষ তৃণমূলের উপরই ভরসা রাখে। তাই সমস্ত জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনে কেবলমাত্র তৃণমূল প্রার্থীরাই জয়ী হবেন। তৃণমূল প্রার্থী জামিলুল রহমান বলেন, সভায় মানুষের উপস্থিতি দেখে আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা রেকর্ড মার্জিনে জিতব।

আরও পড়ুন- নেতাদের মুখে এক সুর, লড়াই জিতবে তৃণমূল

Latest article