নেতাদের মুখে এক সুর, লড়াই জিতবে তৃণমূল

Must read

সংবাদদাতা, হুগলি : রবিবার হুগলি জেলায় পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023- TMC) প্রচার সারলেন তৃণমূলের হেভিওয়েট নেতারা। একই সঙ্গে বহু বিজেপি কর্মী-সমর্থক দল ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। ব্যান্ডেল এলাকায় একশো বিজেপি কর্মী-সমর্থক পদ্ম শিবির থেকে সদলে চলে এলেন ঘাসফুল শিবিরে। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বিধায়ক অসিত মজুমদার। জাঙ্গিপাড়ায় প্রচার সারেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চণ্ডীতলায় সাংসদ সৌগত রায় ও বিধায়ক স্বাতী খোন্দকর এবং চুঁচুড়ায় প্রচার সারেন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বিধায়ক অসিত মজুমদার। দলের কর্মী-সমর্থকদের মানুষের কাছে আরও বেশি করে পৌঁছনোর পরামর্শ দেন প্রত্যেকে। রাজ্য সরকারের উন্নয়নের কথা মানুষের সামনে প্রচারে তুলে ধরার নির্দেশ দেন তৃণমূল (Panchayat Election 2023- TMC) নেতৃত্ব। তাঁরা বলেন, বিরোধীদের কাজ কুৎসা করা, সেটাই ওরা করছে। এবার ভোটে রাজ্যের উন্নয়নের সঙ্গে বিরোধীদের কুৎসার লড়াই হবে। কর্মী-সমর্থকদের একসঙ্গে লড়তে হবে। নির্দল প্রার্থীদের একহাত নিয়ে নেতারা বলেন, দলীয় নির্দেশকে অমান্য করে যাঁরা নির্দল হয়ে লড়ছেন তাঁদের জন্য দলের দরজা বন্ধ। এবারের পঞ্চায়েত ভোটে সর্বত্র তৃণমূল প্রার্থীদের জেতা শুধু সময়ের অপেক্ষা। সব মিলিয়ে মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও নেতাদের ঘিরে হুগলিতে রবিবার গোটা দিন ছিল জমজমাট।

আরও পড়ুন- রাজ্যপাল-রাজীব কথা, চাহিদামতো মিলবে না বাহিনী

Latest article