বিপাকে সত্যেন্দ্র

সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে এবং আরও কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)

Must read

হাওয়ালা মামলায় দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের মুশকিল আরও বাড়ল। দিল্লি হাইকোর্ট বলেছে, হাওয়ালা লেনদেনের মামলায় মন্ত্রীকে ইডি-র জিজ্ঞাসাবাদের সময় তাঁর কোনও আইনজীবী উপস্থিত থাকতে পারবেন না। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে এবং আরও কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

আরও পড়ুন-ফাঁসির সাজা

সকাল সাতটা নাগাদ মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় ইডির প্রতিনিধি দল। সত্যেন্দ্র ৯ জুন পর্যন্ত ইডি হেফাজতে রয়েছেন। কলকাতার একটি সংস্থার সঙ্গে জড়িত হাওয়ালা লেনদেনের ক্ষেত্রে ইডি এই পদক্ষেপ নিয়েছে। বর্তমানে চলতে থাকা কেন্দ্র ও আম আদমি পার্টির মধ্যে রাজনৈতিক রেষারেষির মাঝে এই তল্লাশি অভিযান বেশ তাৎপর্যপূর্ণ। আপের অভিযোগ, কেন্দ্রের মোদি সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে৷

Latest article