সংঘের চাপে পড়েই পিছু হটল সরকার

দেশের বিভিন্ন নোটে গান্ধীজির ছবি ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ছবি ছাপা হতে পারে

Must read

প্রতিবেদন : রবিবারই শোনা গিয়েছিল, আমেরিকার ধাঁচে এক-একটি নোটে এক-এক মনীষীর ছবি ব্যবহার করার কথা ভাবছে আরবিআই। দেশের বিভিন্ন নোটে গান্ধীজির ছবি ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ছবি ছাপা হতে পারে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সোমবার রিজার্ভ ব্যাঙ্ক জানাল, এখনই নোটে বদল আনার কোনও পরিকল্পনা নেই।

আরও পড়ুন-বিপাকে সত্যেন্দ্র

তবে অসমর্থিত সূত্রের খবর, সংঘ পরিবারের নির্দেশেই আরবিআই এই সিদ্ধান্ত থেকে সরে আসছে। কারণ নানা ইস্যুতে ঘরে-বাইরে প্রবল চাপে রয়েছে নরেন্দ্র মোদি সরকার। তাই সরকার নতুন করে কোনও বিতর্কে জড়াক তা চাইছে না সংঘ। সে কারণেই নোটে রবীন্দ্রনাথ বা আবদুল কালামের ছবি ছাপা থেকে সরে আসছে আরবিআই। সোমবার অবশ্য আরবিআই স্পষ্ট জানিয়েছে, এই ধরনের কোনও প্রস্তাব তাদের আলোচনায় নেই।

Latest article