শনি-রবিতে ফের বাতিল একাধিক ট্রেন, দেখে নিন তালিকা

Must read

শনি ও রবিবার ফের শিয়ালদহ শাখায় বাতিল একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন (Train)। বদল করা হয়েছে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের গতিপথও। সবমিলিয়ে আগামি শনি ও রবিবার বেশ সমস্যায় পড়তে চলেছেন যাত্রীরা। দেখে নেওয়া যাক বাতিল ট্রেনের তালিকা-

শনিবার কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?

  • শিয়ালদহ-নৈহাটি লোকাল: আপ ৩১৪৪৫ এবং ডাউন ৩১৪৪৬।
  • শিয়ালদহ-বনগাঁ: আপ ৩৩৮৫৯ এবং ডাউন ৩৩৮৫৮।
  • শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন: আপ ৩১৮৩৭।

রবিবার কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?

  • শিয়ালদহ-বনগাঁ লোকাল: আপ ৩৩৮১১, আপ ৩৩৮১৭, ডাউন ৩৩৮১৬ এবং ডাউন ৩৩৮২৯।
  • শিয়ালদহ-হাবড়া লোকাল: আপ ৩৩৬৫১, আপ ৩৩৬৫৩, ডাউন ৩৩৬৫২ এবং ডাউন ৩৩৬৫৪।
  • শিয়ালদহ-ডানকুনি লোকাল: আপ ৩২২১৩, আপ ৩২২১৭, ডাউন ৩২২১৪ এবং ডাউন ৩২২১৮।
  • শিয়ালদহ-রানাঘাট লোকাল: আপ ৩১৬১১, আপ ৩১৬১৫, আপ ৩১৬১৭, ডাউন ৩১৬১২, ডাউন ৩১৬১৬ এবং ডাউন ৩১৬২২।
  • শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল: আপ ৩১৩১৩, আপ ৩১৩১৭, ডাউন ৩১৩১৬ এবং ডাউন ৩১৩১৮।
  • শিয়ালদহ-দত্তপুকুর লোকাল: আপ ৩৩৬১৩ এবং ডাউন ৩৩৬১৮।
  • শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল: ডাউন ৩১৮১৪।
  • শিয়ালদহ-হাসনাবাদ লোকাল: আপ ৩৩৫১৩ এবং ডাউন ৩৩৫১৪।
  • শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল: আপ ৩১২১৩, আপ ৩১২২১, ডাউন ৩১২১৪এবং ডাউন ৩১২২২।
  • শিয়ালদহ- নৈহাটি লোকাল: আপ ৩১৪১৫ এবং ডাউন ৩১৪২০।
  • শিয়ালদহ- শান্তিপুর লোকাল: আপ ৩১৫১৫ এবং ডাউন ৩১৫১৬।
  • শিয়ালদহ- গেদে লোকাল: আপ ৩১৯১৩ এবং ডাউন ৩১৯১৪।

আরও পড়ুন-শান্তির রামনবমী অশান্ত করল যারা জনগণ তাদের ক্ষমা করবে না

যে সকল ট্রেনের (Train) গতিপথ পরিবর্তন করা হয়েছে, সেগুলি হল-

  • শিয়ালদহর পরিবর্তে কলকাতা টার্মিনালে ঘুরিয়ে দেওয়া হবে ১২৩৭৮ পদাতিক এক্সপ্রেস এবং ১২৯৮৮ আজমেঢ়-শিয়ালদহ এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ৭ এপ্রিল)।
  • শিয়ালদহর পরিবর্তে কলকাতা টার্মিনাল থেকে ছাড়বে ১২৩৭৭ পদাতিক এক্সপ্রেস এবং ১২৯৮৭ আজমেঢ়-শিয়ালদহ এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ৮ এপ্রিল)।

সময় পরিবর্তিত হয়েছে যে সকল ট্রেনের-

  • ৮ এপ্রিলের পরিবর্তে ৯ এপ্রিল রাত ১ টা ৪৫ মিনিটে মালদা টাউন থেকে ছাড়বে ১৩১৫৪ গৌড় এক্সপ্রেস।
  • ৮ এপ্রিল সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের পরিবর্তে রাত ৯ টা ১৫ মিনিটে হলদিবাড়ি থেকে ছাড়বে ১২৩৪৪ দার্জিলিং মেল।
  • ৮ এপ্রিল বিকেল ৫ টা ৪০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে আলিপুরদুয়ার থেকে ছাড়বে ১২৩৭৮ পদাতিক এক্সপ্রেস।
  • ৯ এপ্রিল সকাল ৬ টা ৩৫ মিনিটের পরিবর্তে সকাল ৮ টা ২৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে ১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
  • ৮ এপ্রিল সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের পরিবর্তে বালুরঘাট থেকে রাত ১০ টা ৩০ মিনিটে ছাড়বে ০৫৪২২ বালুরঘাট-মালদা টাউন প্যাসেঞ্জার (১৩১৫৪ মালদা টাউন-শিয়ালদহ গৌড় এক্সপ্রেস)।

Latest article