শৌচ-বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু আমতায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গ্রাম হয়ে উঠছে শহর। রাজ্যের গ্রামীণ এলাকাতেও শহরের বিভিন্ন পরিষেবা শুরু হয়েছে।

Must read

সংবাদদাতা, হাওড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গ্রাম হয়ে উঠছে শহর। রাজ্যের গ্রামীণ এলাকাতেও শহরের বিভিন্ন পরিষেবা শুরু হয়েছে। পুর এলাকার মতো পঞ্চায়েত এলাকাতেও বাড়ি বাড়ি জঞ্জাল সাফাইয়ের কাজ চলছে। নলবাহিত পরিশ্রুত পানীয় জল গ্রামীণ এলাকার প্রতিটি বাড়িতে পৌঁছে যাচ্ছে। এবার গ্রামীণ এলাকায় ‘শৌচ-বর্জ্য ব্যবস্থাপনা’র কাজ শুরু হল। রাজ্যের মধ্যে প্রথম আমতা-২ নম্বর ব্লকে এই প্রকল্পের কাজ চালু হয়েছে।

আরও পড়ুন-শিশুদের অপুষ্টি কমেছে বাংলায়

এই প্রকল্পের আওতায় এক কূপযুক্ত শৌচঘর, সেপটিক ট্যাঙ্ক বা অন্যান্য শৌচ ব্যবস্থা থেকে শৌচ-বর্জ্যকে যথাযথভাবে সংগ্রহ করে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে তা থেকে জৈব সার তৈরি করা হবে। এই প্রকল্পে প্রথম পর্যায়ে আমতা-১, আমতা-২, বাগনান-১ ও উদয়নারায়ণপুর ব্লককে যুক্ত করা হয়েছে। আগামীদিনে ধাপে ধাপে জেলার পুরো গ্রামীণ এলাকাকেই এই প্রকল্পের আওতায় আনা হবে। আমতা-২ নম্বর ব্লকের ঝামটিয়া অঞ্চলে এই প্রকল্পের পরিকাঠামো রূপায়নের কাজ চলছে। প্রায় ১ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে। স্থানীয় বিধায়ক সুকান্ত পাল জানান, ‘রাজ্যের মধ্যে প্রথম আমতা-২ নম্বর ব্লকে শৌচ-বর্জ্য ব্যবস্থাপনার ঈাজ শুরু হল।

আরও পড়ুন-পুলকার চালকদের বিশেষ প্রশিক্ষণ শিবির

গ্রামীণ এলাকার বাড়ি থেকে শৌচ-বর্জ্য সংগ্রহ করে ঝামটিয়ার ওই এলাকায় খিয়ে তা থেকে জৈব সার তৈরি করা হবে। মানুষের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে এই ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দ্রুত এই কাজ পুরোদমে শুরু হয়ে যাবে।’ প্রশাসনের এই উদ্যোগে বেজায় খুশি হাওড়ার গ্রামীণ এলাকার বাসিন্দারা।

Latest article