টি-২০ বিশ্বকাপেও অনিশ্চিত শামি

Must read

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি : আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছেন। এবার টি-২০ বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে পড়লেন মহম্মদ শামি (Mohammed Shami)। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে যৌথভাবে বসছে বিশ্বকাপের আসর। টুর্নামেন্ট শুরু হতে বাকি হাতে গোণা কয়েকটা মাস। এদিকে, শামি যা চোট, তাতে অস্ত্রোপচার করাতেই হবে। আর অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ বিশ্বকাপ খেলা ডানহাতি ভারতীয় পেসারের পক্ষে খুব কঠিন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা এই বিষয়ে জানিয়েছেন, ‘‘জানুয়ারি মাসের শেষ সপ্তাহে চোট সারাতে ইংল্যান্ড গিয়েছিল শামি। ওখানকার চিকিৎসকরা শামির (Mohammed Shami) গোড়ালিতে একটি বিশেষ ইঞ্জেকশন দেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, তিন সপ্তাহের পর থেকেই শামি ফের দৌড়তে পারবে। কিন্তু তা হয়নি। কারণ শামির চোট এতটাই গুরুতর যে, ইঞ্জেকশনও কাজ করেনি।’’
ওই বিসিসিআই কর্তা আরও বলেছেন, ‘‘এখন যা পরিস্থিতি, তাতে অস্ত্রোপচার ছাড়া অন্য কোনও বিকল্প নেই। আর অস্ত্রোপচারের পর শামির পক্ষে জুলাইয়ের আগে ফিট হয়ে ওঠা খুব কঠিন। একদিনের বিশ্বকাপের পরেই যদি ওর গোড়ালিতে অস্ত্রোপচার করিয়ে নেওয়া উচিত ছিল। যাই হোক, শামিকে নিয়ে বিসিসিআই কোনও তাড়াহুড়ো করতে চায় না। মনে হচ্ছে ওর পক্ষে বিশ্বকাপ খেলা সম্ভব হবে না।’’

আরও পড়ুন- লা লিগার সেরা বিজ্ঞাপন হবেন এমবাপে

Latest article