ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে সন্তোষ প্রকাশ শশী পাঁজার

বিধানসভা ভবনে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, এই রিপোর্ট থেকে প্রমাণ হয়ে গেল কলকাতাই দেশের সবথেকে নিরাপদ শহর।

Must read

প্রতিবেদন : ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক রিপোর্টে কলকাতা দেশের নিরাপদতম শহরের তকমা পাওয়ায় রাজ্যের নারী শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি এই রিপোর্টকে হাতিয়ার করে তিনি কেন্দ্রীয় শাসকদল বিজেপিকে তীব্র কটাক্ষ করেন। বিধানসভা ভবনে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, এই রিপোর্ট থেকে প্রমাণ হয়ে গেল কলকাতাই দেশের সবথেকে নিরাপদ শহর।

আরও পড়ুন-অর্কিড চাষে গুরুত্ব জেলা হর্টিকালচার বিভাগের

মন্ত্রীর মতে, নারী সুরক্ষায় কলকাতা একটা দৃষ্টান্ত। পথ দেখাচ্ছে সারা দেশকে। রাজ্য সরকারের ক্রমাগত প্রচেষ্টায় রাজ্যে অপরাধের সংখ্যা কমেছে। কলকাতার নিজস্ব রেকর্ড শোধরাচ্ছে। নাম না-করে বিজেপির সমালোচনা করে শশী পাঁজা বলেন, রাজনৈতিকভাবে যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে এবং কলকাতাকে কালিমালিপ্ত করছে, তাদের উচিত নিজেদের শহরের অপরাধপ্রবণতার দিকে তাকিয়ে কথা বলা। তিনি বলেন, দিল্লির আইনশৃঙ্খলা দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অথচ মহিলাদের বিরুদ্ধে অপরাধে ওই শহর দেশের মধ্যে সবথেকে উপরে রয়েছে। নারী সুরক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভাল জায়গায় কলকাতা।

আরও পড়ুন-‘কি বিচিত্র এই সিপিএম!’ কেরালার মুখ্যমন্ত্রীকে নিশানা দেবাংশুর

উত্তরপ্রদেশে বুলডোজার চালিয়েও কেন অপরাধ কমছে না তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। মন্ত্রী আরও বলেন, একশো দিনের কাজের ক্ষেত্রে সবচেয়ে ভাল কাজ করেছে বাংলা, কিন্তু সেই টাকা আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যাঁরা বহু-বেটিদের নিয়ে প্রকল্পের কথা বলেন, তাঁদের এটা দেখা উচিত।

Latest article