অর্কিড চাষে গুরুত্ব জেলা হর্টিকালচার বিভাগের

এবার অর্কিড চাষে বেশি গুরুত্ব দিতে চলেছে হর্টিকালচার দফতর। জলপাইগুড়ি জেলা হর্টিকালচার বিভাগের তরফে বেশ কিছু প্রকল্প নেওয়া হচ্ছে

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : এবার অর্কিড চাষে বেশি গুরুত্ব দিতে চলেছে হর্টিকালচার দফতর। জলপাইগুড়ি জেলা হর্টিকালচার বিভাগের তরফে বেশ কিছু প্রকল্প নেওয়া হচ্ছে। মুলত অর্কিডের বাণিজ্যিকীকরণের জন্য দফতরের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ভরতুকি দিয়ে চাষিদের মধ্যে নানান প্রজাতির অর্কিড গাছ প্রদান করে তাদের অর্কিড চাষে আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া এই অর্কিড ফুল বাজারজাত করাই প্রধান লক্ষ্য।

আরও পড়ুন-আমার থেকেও ছোট বাড়িতে থাকেন মুখ্যমন্ত্রী হতবাক সলমন

পার্শ্ববর্তী রাজ্য অসমে অর্কিডচাষ করে চাষিরা বেশ লাভবান হয়েছেন। সেখান থেকে একটি প্রতিনিধিদল এসে অর্কিড চাষের পরামর্শ দেয়। যদিও জলপাইগুড়ির হর্টিকালচার দফতরে অর্কিড চাষ আগে থেকেই হত। এবার তা আরও জোরদার করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন প্রজাতির প্রায় ৩৬ হাজার অর্কিডের চারা নিয়ে আসা হয়েছে, উদ্দেশ্য অর্কিড হাব করা। চাষিরা যাতে এই চাষ করে বেশি লাভবান হতে পারেন, তার জন্যই এই উদ্যোগ বলে দফতরের আধিকারিকরা জানিয়েছেন।

আরও পড়ুন-‘কি বিচিত্র এই সিপিএম!’ কেরালার মুখ্যমন্ত্রীকে নিশানা দেবাংশুর

তাছাড়া অর্কিড চাষের জন্য এখানকার আবহাওয়া বেশ অনুকূল এবং অর্কিড গাছগুলি খুবই স্বাস্থ্যকর হওয়ার কারণে এই গাছে পোকা ধরা বা রোগ হয় না। ফলে চট করে মরেও যায় না। তাই অর্কিড চাষে বেশি করে গুরুত্ব দিচ্ছে হর্টিকালচার বিভাগ।

Latest article