স্পিকারের নির্দেশে সঙ্কটে শিন্ডে

দীর্ঘ এক বছর ধরে সেই চিঠি ঠান্ডা ঘরে ফেলে রেখেছিলেন স্পিকার। কিন্তু অজিত সরকারে যোগ দিতেই তিনি নড়েচড়ে বসলেন।

Must read

প্রতিবেদন : আচমকাই নাটকীয় মোড় মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে। বিদ্রোহী এনসিপি নেতা অজিত পাওয়ার বিজেপি-সেনা জোট সরকারের শামিল হওয়ার এক সপ্তাহের মধ্যেই শিবসেনার দুই গোষ্ঠীর বিধায়কদের সদস্য পদ খারিজের বিষয়টি নিয়ে নড়েচড়ে বসলেন বিধানসভার স্পিকার রাহুল নারভেকর। এক বছরেরও কিছু বেশি সময় আগে শিবসেনা ছেড়ে বেরিয়ে এসেছিলেন একনাথ শিন্ডে। সে সময় শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে দল ছেড়ে বেরিয়ে যাওয়া ৪০ জন বিধায়কের সদস্যপদ খারিজের জন্য চিঠি দিয়েছিলেন স্পিকারকে। পাশাপাশি শিন্ডেও উদ্ধবের সঙ্গে থাকা ১৪ জন বিধায়কদের সদস্যপদ খারিজের জন্য স্পিকারকে চিঠি দেন।

আরও পড়ুন-হচ্ছেটা কী! জুতো চাটানো হল যুবককে, সেই মধ্যপ্রদেশ

দীর্ঘ এক বছর ধরে সেই চিঠি ঠান্ডা ঘরে ফেলে রেখেছিলেন স্পিকার। কিন্তু অজিত সরকারে যোগ দিতেই তিনি নড়েচড়ে বসলেন। শিন্ডে গোষ্ঠীর ৪০ জন এবং উদ্ধব গোষ্ঠীর ১৪ জন বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে জবাব তলব করলেন স্পিকার। তাঁদের জবাব যদি সন্তোষজনক না হয় সেক্ষেত্রে ৫৪ জন বিধায়কের সদস্য পদ খারিজ হয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রী একনাথ সম্পর্কে একই মন্তব্য করেছেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী শিন্ডেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অজিত সরকারের যোগ দিতেই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলা হয়েছে।

Latest article