শ্রদ্ধা খুনের পাঁচ ছুরি উদ্ধার

পলিগ্রাফ পরীক্ষা শেষ হলে আফতাবের নারকো টেস্ট হবে। তাই তদন্তকারীরা দ্রুত পলিগ্রাফ পরীক্ষা শেষ করার চেষ্টা চালাচ্ছেন

Must read

প্রতিবেদন : শ্রদ্ধা ওয়াকারকে খুন করার পর তার প্রেমিক আফতাব পুনাওয়ালা দেহটি ৩৫ টুকরো করেছিল। কোন অস্ত্র দিয়ে আফতাব তার প্রেমিকার দেহ কেটেছিল এতদিন তার অনুসন্ধান করছিল পুলিশ। শেষ পর্যন্ত মিলল সাফল্য। বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানিয়েছে, প্রেমিকার দেহ টুকরো করতে মোট পাঁচটি ছুরি কাছে লাগিয়েছিল আফতাব। ওই পাঁচটি ছুরি উদ্ধার করা হয়েছে। তদন্তের প্রয়োজনে ছুরিগুলি পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবরেটরিতে।

আরও পড়ুন-বহিরাগতদের এনে মাঝরাতে ঘেরাওমুক্ত হলেন উপাচার্য, পদত্যাগের দাবিতে অবস্থান

এই খুনের তদন্তে পুলিশ অনুমান করেছিল, প্রেমিকার দেহ টুকরো করতে একাধিক অস্ত্র ব্যবহার করেছিল তার প্রেমিক। কয়েকদিন আগেই দিল্লির ছতরপুরে আফতাবের ফ্যাট থেকে উদ্ধার হয়েছিল একটি করাত। কয়েকদিন পর গুরুগ্রামে আফতাবের অফিস থেকেও মিলেছিল একটি ছুরি। তারপরেও তদন্তকারীরা অনুমান করেছিলেন, দেহ টুকরো করার কাজে আরও কয়েকটি অস্ত্র ব্যবহার করা হয়েছে। এদিন সেই অস্ত্রগুলি উদ্ধার হয়েছে বলে জানিয়ে দিল পুলিশ। এরই মধ্যে বৃহস্পতিবার আফতাবের পলিগ্রাফ পরীক্ষা শুরু হয়েছে। বুধবার হওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে আফতাবের পলিগ্রাফ পরীক্ষা বাতিল হয়েছিল। প্রয়োজনে শুক্রবারও চলবে এই পরীক্ষা। পলিগ্রাফ পরীক্ষা শেষ হলে আফতাবের নারকো টেস্ট হবে। তাই তদন্তকারীরা দ্রুত পলিগ্রাফ পরীক্ষা শেষ করার চেষ্টা চালাচ্ছেন।

Latest article