জঙ্গিপুর-সামশেরগঞ্জের সব বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী, সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারি

Must read

আর কিছুক্ষনের মধ্যেই কলকাতার ভবানীপুর উপনির্বাচন। পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে হতে চলেছে ভোট গ্রহণ। এই দুই কেন্দ্রেও সুষ্ঠ ও অবাধভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন-রাত পোহলেই উপনির্বাচন, দুর্গের আকার নিয়েছে গোটা ভবানীপুর

দুটি বিধানসভার কেন্দ্রেরই ৫০ শতাংশের বেশি বুথে সিসি ক্যামেরা থাকবে।মাইক্রো অবজার্ভার থাকবে বাকি বুথে ।
দুই বিধানসভা কেন্দ্র যেহেতু সীমান্তবর্তী এলাকায় অবস্থিত তাই বিশেষ নজরদারির ব্যবস্থা করা হবে। সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে। দুই কেন্দ্রের একাধিক পয়েন্টে থাকছে নাকা চেকিং। করোনা বিধি থাকায় ভোটের দিন প্রার্থীরা সর্বোচ্চ দু’টি গাড়ি সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন।

মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে খবর, সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ৩২৯টি পোলিং স্টেশন রয়েছে। দু’লক্ষ ৩৭ হাজার ৭৫০ জন ভোটার রয়েছেন। শারীরিকভাবে অক্ষম ভোটারের সংখ্যা ১৫৮৫ জন। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে ৩৬৩টি পোলিং স্টেশন রয়েছে। এখানে দু’লক্ষ ৫৫ হাজার ৯৯৮ জন ভোটার রয়েছেন। ১৭৬৭ জন শারীরিকভাবে অক্ষম ভোটার রয়েছেন।

Latest article