বিশ্বব্যাঙ্ক থেকে আর্থিক সাহায্য পাচ্ছে শ্রীলঙ্কা

Must read

প্রতিবেদন : প্রবল আর্থিক সংকটে ভুগতে থাকা শ্রীলঙ্কাকে (Sri Lanka) আপাতত ১৬০ মিলিয়ন ডলার দিয়ে সাহায্য করল বিশ্বব্যাঙ্ক (World Bank)। দেশের প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে (Ranil Wickremesinghe)    বুধবার পার্লামেন্টে বিশ্বব্যাঙ্কের এই সাহায্যের কথা জানিয়েছেন। তিনি বলেন, আপাতত বিশ্বব্যাঙ্কের (World Bank) কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে জরুরি ও অত্যাবশ্যক জিনিস আমদানি করা হবে৷ বিশ্বব্যাঙ্কের কাছ থেকে পাওয়া অর্থ শুধুমাত্র জ্বালানি আমদানির জন্য খরচ করা হবে না বলে পার্লামেন্টে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। আর্থিক সংকটের কারণে শ্রীলঙ্কার (Sri Lanka) তেল আমদানি এই মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছে। ফলে গত দু’দিন ধরে দেশে পেট্রোল মিলছে না। মিলছে না রান্নার গ্যাসও। এর ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। বুধবারও দেশের বিভিন্ন প্রান্তে মানুষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। এদিন প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেন, খুব শীঘ্রই এশীয় উন্নয়ন ব্যাঙ্কের তরফেও আর্থিক সাহায্য পাবেন বলে তাঁরা আশাবাদী।

আরও পড়ুন: ১ জুন থেকে চলবে ভারত-বাংলাদেশ ট্রেন

Latest article