সিপিএম আমলে চিরকূট দিয়ে চাকরি পাওয়া যেত: মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

বিগত বাম-আমলের (CPIM) চাকরি-দুর্নীতি নিয়ে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ঝাড়গ্রামের (Jhargram) কর্মিসভায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সুপ্রিমো বলেন, ”৩৪ বছরে, সিপিএম আমলে চিরকূট দিয়ে চাকরি পাওয়া যেত। বদলি হত। সিপিএমের ৩৪ বছরে অনেক খোঁজ নিয়েছি। আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করব। এতদিন ভদ্রতার খাতিরে কিছু করিনি।”

আরও পড়ুন: ২৪-এর লোকসভা ভোটে হারার ভয় বিজেপির, তাই বাংলাকে বদনামের চেষ্টা: মুখ্যমন্ত্রী

SSC নিয়োগ মামলায় নাম জড়িয়েছে রাজ্যের একাধিক মন্ত্রীর। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণ করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ঝাড়গ্রামে (Jhargram) দলীয় সভায় পাল্টা তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এদিন তিনি (Mamata Banerjee) বলেন, “বড় বড় কথা বলছে। আগে তো চিরকূট দিয়ে চাকরি করত। একটা চিরকূট দিয়ে চাকরি করত, ট্রান্সফার করত। সিপিএমের (CPIM) ৩৪ বছর আমি অনেক খোঁজ নিয়েছি। আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করব। করিনি ভদ্রতা করেছি। কাজ করতে গেলে কেউ ভুল করলে সংশোধন করার সুযোগ দেওয়া উচিত। আইন আইনের মতো কাজ করা উচিত।”

Latest article