শ্রীকান্ত-সিন্ধুদের, জয়, হার সাইনার

প্রণীত ১২-২১, ১২-২১ গেমে হেরে গিয়েছেন থাইল্যান্ডের কানটাফোন ওয়াংচাওরেনের কাছে। এদিকে, মেয়েদের সিঙ্গলসে জয় পেয়েছেন পিভি সিন্ধু

Must read

ব্যাঙ্কক, ১৮ মে : টমাস কাপের পর থাইল্যান্ড ওপেনেও দারুণ ফর্মে কিদাম্বি শ্রীকান্ত। বুধবার টুর্নামেন্টের প্রথম রাউন্ডে তিনি ১৮-২১, ২১-১০, ২১-১৬ ব্যবধানে হারিয়েছেন ফরাসি প্রতিদ্বন্দ্বী ব্রাইস লেভারদেজকে। তিন গেমের ম্যাচ জিততে ৪৯ মিনিট সময় নেন শ্রীকান্ত। তবে শ্রীকান্তের জয়ের দিনে হেরে গিয়েছেন এইচ এস প্রণয় এবং সাই প্রণীত। টমাস কাপ জয়ের অন্যতম নায়ক প্রণয় ১৭-২১, ২১-১৫, ১৫-২১ গেমে হেরে যান মালয়েশিয়ার ড্যারেন লিউয়ের বিরুদ্ধে।

আরও পড়ুন-সার্ভিস রুলের অপব্যবহার, শোকজের বন্যা বিশ্বভারতীতে

অন্যদিকে, প্রণীত ১২-২১, ১২-২১ গেমে হেরে গিয়েছেন থাইল্যান্ডের কানটাফোন ওয়াংচাওরেনের কাছে।
এদিকে, মেয়েদের সিঙ্গলসে জয় পেয়েছেন পিভি সিন্ধু। তবে প্রথম রাউন্ডেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন আরেক ভারতীয় তারকা সাইনা নেহওয়াল। এদিন সিন্ধু কোর্টে নেমেছিলেন আমেরিকার লরেন লামের বিরুদ্ধে। তিনি ম্যাচ জিতেছেন ২১-১৯, ১৯-২১, ২১-১৮ ব্যবধানে। কিন্তু কোয়িরান প্রতিদ্বন্দ্বী কিম গা ইউনের কাছে ২১-১১, ১৫-২১, ১৭-২১ গেমে হেরে বিদায় নিলেন সাইনা। আরেক ভারতীয় শাটলার মালবিকা বানসুদ দ্বিতীয় রাউন্ডে উঠলেও আকর্ষী কাশ্যপ ছিটকে গিয়েছেন।

Latest article