বিশ্ব বিক্সিংয়ের ফাইনালে নিখাত

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন ভারতীয় বক্সার নিখাত জারিন।

Must read

ইস্তানম্বুল : বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন ভারতীয় বক্সার নিখাত জারিন। বুধবার ৫২ কেজি বিভাগের সেমিফাইনালে তিনি ৫-০ ব্যবধানে হারিয়ে দিয়েছেন ব্রাজিলের ক্যারোলিন ডি’আলমেইডাকে। জারিনের সামনে এবার সোনা জয়ের হাতছানি। টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা জারিনের সামনে এদিন দাঁড়াতেই পারেননি ব্রাজিলীয় বক্সার।

আরও পড়ুন-শ্রীকান্ত-সিন্ধুদের, জয়, হার সাইনার

এর আগে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন মেরি কম, সরিতা দেবী, আরএল জেনি এবং লেখা সি। এবার হায়দরাবাদের জারিনের সামনে দারুণ সুযোগ পঞ্চম ভারতীয় বক্সার হিসেবে এই তালিকায় নিজের নাম যোগ করার। প্রসঙ্গত, এর আগে যুব বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন জারিন। এবার তাঁর কাছে সুযোগ সিনিয়র বিভাগেও বিশ্বসেরা হওয়ার। তবে জারিনের জয়ের দিনে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে আরও দুই ভারতীয় বক্সার মনীষা মোন এবং পরভিন হুডাকে। ৬৩ কেজি বিভাগের সেমিফাইনালে পরভীন ১-৪ ব্যবধানে হেরে যান আয়ারল্যান্ডের অ্যামে সারার বিরুদ্ধে। অন্যদিকে, ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে মনীষা ০-৫ ব্যবধানে হেরে গিয়েছেন ইতালির ইরমা টেস্টার কাছে।

Latest article