চা-বাগানে উদ্ধার হল চিতাবাঘের পচাগলা দেহ

সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেওয়া হয়। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিক ও কর্মীরা এসে দেহটি উদ্ধার করে নিয়ে যান।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : ডুয়ার্সের গেন্দ্রাপাড়া চা-বাগান থেকে চিতাবাঘের পচাগলা দেহ উদ্ধার হল বুধবার দুপুরে। চা-বাগানের নর্থ ডিভিশনের ৫২ বি নম্বর সেকশনে কাজে যাওয়া শ্রমিকেরা বাগানে তীব্র পচা দুর্গন্ধ পান। গন্ধের কারণ অনুসন্ধান করতে গিয়ে তাঁরা দেখেন বাগানের মাঝে একটি চিতাবাঘের পচাগলা দেহ পড়ে আছে।

আরও পড়ুন-বিশ্ব বিক্সিংয়ের ফাইনালে নিখাত

সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেওয়া হয়। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিক ও কর্মীরা এসে দেহটি উদ্ধার করে নিয়ে যান। বিন্নাগুড়ির রেঞ্জার শুভাশিস রায় জানান, চিতাটির দেহে পচন শুরু হয়ে গিয়েছে। দেহ দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিন-চারদিন আগে চিতাবাঘটি মারা গিয়েছিল। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য দেহটি লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

Latest article