আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক

Must read

প্রতিবেদন : আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক (Nabanna- Cabinet Meeting) ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়েছে। এর আগে শেষবার ৮ অক্টোবর নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক (Nabanna- Cabinet Meeting) ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। ১০ দিনের ব্যবধানে ফের একবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকলেন তিনি। নবান্ন সূত্রে খবর, বৈঠকে সমস্ত দফতরের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এ ছাড়াও স্বরাষ্ট্রসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, পার্বত্য-বিষয়ক দফতর, অর্থ দফতরের ভূমি সংস্কার মহাধ্যক্ষ, ভূমি ও ভূমি সংস্কার দফতর এবং উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দফতরের সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এর আগে ১২ অক্টোবর মন্ত্রিসভার বৈঠক বসেছিল। মুখ্যমন্ত্রীর পায়ে চোটের কারণে তাঁর কালীঘাটের বাড়িতে বসেছিল বৈঠক। এরপর ৮ অক্টোবর নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসে। এবার ফের ১৭ নভেম্বর মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-ভোট বাজারে মোদির মিথ্যাচার, ‘২৪ থেকে বন্ধ বিনামূল্যে রেশন

Latest article