পাঠক টানতে শিলিগুড়ি বইমেলায় শরিক রাজ্য

বই পড়ার আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর জন্য গ্রন্থাগুলিতেও বাড়ানো হচ্ছে বইয়ের সংখ্যা।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : বই পড়ার আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর জন্য গ্রন্থাগুলিতেও বাড়ানো হচ্ছে বইয়ের সংখ্যা। নানারকম বইয়ের সম্ভার বৃদ্ধিতে বইমেলাগুলিতে গ্রন্থাগারগুলির বই কেনার জন্য রাজ্য সরকারের তরফেই দেওয়া হচ্ছে টাকা। ১০ জানুয়ারি ১২তম শিলিগুড়ি মহকুমা বইমেলা শুরু হচ্ছে।

আরও পড়ুন-বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে বিজেপি, মালদহের সভায় সাংসদ সুখেন্দু

সেখানেও নেওয়া হবে এই উদ্যোগ। বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে এমনমটাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বইমেলা চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। মেলা উদ্বোধন করবেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। শিলিগুড়ি মহকুমার শিবমন্দিরের ফুটবল মাঠে বইমেলা হবে। কলকাতা-সহ স্থানীয় মিলিয়ে ৬০টি স্টল থাকবে। স্থানীয় লাইব্রেরিগুলিকে সরকারি ভাবে টাকা দেওয়া হবে বই কেনার জন্য। বইমেলার জন্য ১০ জানুয়ারি একটি পদযাত্রা হতে চলেছে। শিবমন্দির বিএড কলেজের সামনে থেকে পদযাত্রা শুরু হবে।

Latest article