যোগীরাজ্যে দারোগার উপস্থিতিতেই থানা থেকে চুরি!

যোগী আদিত্যনাথের ডবল ইঞ্জিন রাজ্যে এবার খোদ থানাতেই চুরি! এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে গোবলয়ের বৃহত্তম রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা

Must read

প্রতিবেদন : বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা যে ভঙ্গুর, প্রতিনিয়ত তার নানা প্রমাণ সামনে আসছে। যোগী আদিত্যনাথের ডবল ইঞ্জিন রাজ্যে এবার খোদ থানাতেই চুরি! এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে গোবলয়ের বৃহত্তম রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন-১০০ দিনের কাজ হারানো শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের নির্দেশ মুখ্যমন্ত্রীর, ৪২ দফতরে কাজ পেলেন ৩০ লক্ষ মানুষ

জানা গিয়েছে, কানপুরের একটি পুলিশ ফাঁড়ি থেকে চুরি গিয়েছে পুলিশের খাকি উর্দি, পিস্তল ও কার্তুজ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। কানপুরের বিধনুতে নিউ আজাদনগর পুলিশ ফাঁড়িতে একটি বাক্সে রাখা ছিল একটি পিস্তল ও দশ রাউন্ড কার্তুজ। পাশের দড়িতে ঝুলছিল পুলিশের উর্দি। চুরির সময় ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার সুধাকর পাণ্ডেও থানায় উপস্থিত ছিলেন। তাঁর নজর এড়িয়ে চোর কীভাবে ফাঁড়ি থেকে অস্ত্রবোঝাই বাক্স ও খাদি উর্দি নিয়ে চম্পট দিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় পুলিশের পদস্থ কর্তারাও বিস্ময় প্রকাশ করেছেন।

আরও পড়ুন-অখিল গিরির মন্তব্যের নিন্দা করল দল

তবে থানা থেকে চুরির বিষয়টি সামনে আসতেই বিভিন্ন মহল থেকে যোগীরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কড়া সমালোচনা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কর্তব্যে গাফিলতির অভিযোগে তড়িঘড়ি ওই ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসারকে সাসপেন্ড করেন জেলা পুলিশ সুপার তেজস্বরূপ সিং। চুরির কিনারা করতে ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম। থানা চত্বরে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছে। এই চুরির তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গড়া হয়েছে।

Latest article