অখিল গিরির মন্তব্যের নিন্দা করল দল

তৃণমূল কংগ্রেসের বক্তব্য, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বস্তরে মহিলাশক্তির ক্ষমতায়ন ও সম্মানে বিশ্বাস করে৷

Must read

প্রতিবেদন : অখিল গিরির মন্তব্যের নিন্দা করল দল। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি সম্পর্কে যে মন্তব্য করেছেন দল তা অনুমোদন করে না। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বস্তরে মহিলাশক্তির ক্ষমতায়ন ও সম্মানে বিশ্বাস করে৷ তাই সংসদীয় ও সাংগঠনিক পদে আছেন মহিলারা। আমরা অখিল গিরির বক্তব্য সমর্থন করি না। আমরা নিন্দা করছি।

আরও পড়ুন-দোষীদের নামে এফআইআর পুলিশি তল্লাশি, নন্দীগ্রামে এককাট্টা প্রতিবাদ

কিন্তু বাংলায় এসে প্রধানমন্ত্রী যেভাবে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে ‘ওওওও দিদি’ বলে পাড়ার ইভটিজারের মতো কথা বলেন, শুভেন্দু বেগম বলেন তখন মহিলা কমিশন কোথায় থাকে? প্রশ্ন কুণাল ঘোষের৷ একইসঙ্গে তাঁর সংযোজন, আজ যাঁরা দরদ দেখাচ্ছেন তাঁদের বলি, ২০১৭ সালে আমি দ্রৌপদী মুর্মুকে সর্বসম্মত প্রার্থী করা হোক বলেছিলাম। এখন এরা মেকি নাটক করছে।

আরও পড়ুন-ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী

অখিল গিরির মন্তব্যকে সমর্থন না করেও বিজেপি নেতাদের একহাত নিয়েছেন কুণাল। তাঁর কথায়, সৌমিত্র খাঁ তার স্ত্রীকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছিল, দল বদল করেছিল বলে। আগে বাড়িতে নারীর সম্মান দিক। এরা আবার বড় বড় কথা বলেছে। ও স্ত্রীকে হুমকিও দিয়েছিল। তথাগত রায় বলছেন, দল চলে কামিনী-কাঞ্চনে। এরা আবার নারীর সম্মান নিয়ে বলছে! অখিল গিরি অন্যায় বলেছেন। শুভেন্দু অধিকারী, বর্ষীয়ান অখিল গিরিকে কুৎসিত কথা বলেছে। অখিল গিরি মেজাজ হারিয়েছেন, ফাঁদে পা দিয়েছেন। এক বৃদ্ধকে টিজ করেছেন। তখন বিবেক কোথায় থাকে? সাফ কথা কুণালের।

Latest article