বাজেটে চাঙ্গা শেয়ারবাজার

পাশাপাশি বিএসই মিডক্যাপ এবং স্মলক্যাপের শেয়ার সূচকও বেড়েছে। মিডক্যাপ ইনডেক্স ১ শতাংশ এবং স্মল ক্যাপ ০.৯ শতাংশ বৃদ্ধি হয়েছে।

Must read

প্রতিবেদন : ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশের দিনেই চাঙ্গা হয়ে উঠল শেয়ারবাজার। গত সপ্তাহে প্রায় পুরোটাই শেয়ারবাজার ছিল নিম্নমুখী। কিন্তু সপ্তাহের শুরুতে সোমবার শেয়ারবাজার চাঙ্গা হয়। মঙ্গলবারও সেই প্রবণতা বজায় রইল।
মঙ্গলবার বাজেট প্রস্তাব পেশের সঙ্গে সঙ্গেই বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক বিএসই সেনসেক্স একসময় ৫৯০৩২ পয়েন্টে পৌঁছে যায়। যদিও দিনের শেষে বাজার বন্ধের সময় সেটা কিছুটা নেমে আসে। শেষপর্যন্ত এদিন বাজার বন্ধ হওয়ার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক বিএসই সেনসেক্স ৮৪৮.৪০ পয়েন্ট উঠে ৫৮৮৬২.৫৭ পয়েন্টে থিতু হয়। অন্যদিকে জাতীয় শেয়ার সূচক নিফটিও এদিন ২৩৭ পয়েন্ট বেড়ে ১৭৫৭৬ পয়েন্টে থিতু হয়।

আরও পড়ুন-লাল ফৌজের নির্যাতন মিরামকে, অপহরণের পর কী হয়েছিল, জানালেন বাবা

বাজার বিশেষজ্ঞরা মনে করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট প্রস্তাবে পরিকাঠামো উন্নয়ন- সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক ঘোষণা করেছেন। শেয়ার বাজারে তার ইতিবাচক প্রভাব পড়েছে। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লাভবান হয়েছে টাটা স্টিল। এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৭.৫ শতাংশ। পাশাপাশি ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এল অ্যান্ড টি, সান ফার্মা, এইচসিএল টেকের মতো কিছু সংস্থার শেয়ারের দর উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আরও পড়ুন-যানজট মুক্ত হবে হাসপাতাল

পাশাপাশি বিএসই মিডক্যাপ এবং স্মলক্যাপের শেয়ার সূচকও বেড়েছে। মিডক্যাপ ইনডেক্স ১ শতাংশ এবং স্মল ক্যাপ ০.৯ শতাংশ বৃদ্ধি হয়েছে। অন্যদিকে আশা জাগিয়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা হলেও কমেছে। মঙ্গলবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ০.২৪ শতাংশ কমে। ফলে এদিন প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম হয় ৮৯.০৫ ডলার।

Latest article