যানজট মুক্ত হবে হাসপাতাল

Must read

সংবাদদাতা, হাওড়া : বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়ের (Rana Chatterjee) উদ্যোগে বেলুড়ে স্থায়ী টোটো স্ট্যান্ড গড়ে উঠছে। এতদিন স্থায়ী টোটো স্ট্যান্ড না থাকায় বেলুড় রাজ্য সাধারণ হাসপাতালের গেটের সামনে রাস্তা জুড়ে যত্রতত্র দাঁড়িয়ে থাকত একাধিক টোটো। হাসপাতালে ঢোকা ও বেরনোতে সমস্যা হত। এবার সেই সমস্যার সমাধান করে স্থায়ী টোটো স্ট্যান্ড তৈরির কাজ শুরু করালেন বিধায়ক। মূল উদ্দেশ্য হাসপাতালের সামনে যানজট মুক্ত করা। মঙ্গলবার বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের সুপার, বালি থানার আইসি ও টোটো ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বিধায়ক। সেখানেই হাসপাতালের গেটের সামনে আর টোটো দাঁড় করিয়ে রাখা হবে না বলে ঠিক হয়। পরিবর্তে হাসপাতালের পিছন দিকে একটি স্থায়ী টোটো স্ট্যান্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ডাঃ রানা চট্টোপাধ্যায় (Rana Chatterjee) জানান, ‘‘এর ফলে হাসপাতালের গেটের সামনের রাস্তা ফাঁকা থাকবে। নতন ওই স্ট্যান্ড থেকে যাত্রী তুলে চলে চলে যাবে সমস্ত টোটো। তাই আর যানজটের সমস্যাও অনেকটাই কমবে।’’

Latest article