পড়ুয়াদের মতো একই ইউনিফর্ম শিক্ষক-শিক্ষিকাদের

Must read

অনুপম সাহা, দিনহাটা: পড়ুয়াদের উৎসাহ দিতে একই পোশাক (Uniform ) পরে ক্লাস নিচ্ছেন শিক্ষক শিক্ষিকারাও। দিনহাটা -১ নম্বর ব্লকের সাতকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল এমনই বিরল দৃশ্য। বিদ্যালয়ে ৩ জন শিক্ষক ও ১ জন শিক্ষিকা একই রঙের পোশাক (Uniform ) পরে ক্লাস নিচ্ছেন। এই বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন হয়। মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ১৬০ জন। প্রাথমিক বিদ্যালয়ের প্রাইমারি পাশাপাশি একই ক্যাম্পাসে থাকা সাতকুড়া জুনিয়ার হাই স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও একই রঙের ড্রেস পরছেন। তবে কেন এই উদ্যোগ? এই প্রশ্নের উত্তরে শিক্ষক-শিক্ষিকারা জানান, ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে এবং শিক্ষকদের আলাদা রংয়ের পোশাক ছাত্র-ছাত্রীদের মনসংযোগে ব্যাঘাত ঘটাতে পারে। শিক্ষকদের একই রংয়ের পোশাক দেখতেও ভাল লাগে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশ, কাশ্মীর থেকে বাড়ি ফিরল জখম ২ শ্রমিক 

Latest article