শেষ ওভারে ম্যাচ জেতালেন রশিদ, ঝোড়ো হাফ সেঞ্চুরি ঋদ্ধির

Must read

মুম্বই, ২৭ এপ্রিল : সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভারে নাটকীয় জয় ছিনিয়ে নিল গুজরাট টাইটান্স (Gujarat Titans)। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৫ রান তুলেছিল সানরাইজার্স। পাল্টা ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান তুলে ম্যাচ জিতে নেয় গুজরাট। শেষ ৬ বলে জেতার জন্য দরকার ছিল ২২ রান। মার্কো জেনসেনের প্রথম বলেই ছয় মারেন রাহুল তেওটিয়া। পরের বলে এক রান। তিন নম্বর বল গ্যালারিতে উড়িয়ে দেন রশিদ খান। পরের বলে অবশ্য কোনও রান হয়নি। ফলে শেষ দু’বলে দরকার ছিল ৯ রানের। টানা দুটো ছয় মেরে দলকে জয় এনে দেন রশিদ। শেষ পর্যন্ত তিনি ১১ বলে ৩১ রান করে নট আউট থাকেন। তেওটিয়ার কথাও বলতে হবে। তাঁর অবদান ২১ বলে অপরাজিত ৪০।

আরও পড়ুন: আইপিএল থেকে এখনই বেরিয়ে এসো বিরাট : শাস্ত্রী

তবে গুজরাটের (Gujarat Titans) জয়ের ভিত গড়ে দেন ঋদ্ধিমান সাহা। ওপেন করতে নেমে মাত্র ৩৮ বলে ৬৮ রানের ঝোড়ো ইংনিস খেলে দেন ঋদ্ধি। সানরাইজার্স হেরে গেলেও এই ম্যাচেও বল হাতে আগুন ঝরালেন উমরান মালিক। তাঁর শিকার ২৫ রানে ৫ উইকেট।

Latest article