বৃষ্টির সম্ভাবনা তৈরি

Must read

প্রতিবেদন: বেড়েই চলেছে গরম। বাড়ছে তাপমাত্রা। তাপপ্রবাহের কবলে রাজ্যের অর্ধেক জেলাই। মুক্তি পেতে বৃষ্টির আশায় রাজ্যবাসী। এমন অবস্থায় আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার বিকেলে আবহাওয়া দফতরের সর্বশেষ রিপোর্ট বলছে, আর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বদলাতে শুরু করবে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলার পরিস্থিতি। দক্ষিণ-পশ্চিম হাওয়ার বদলে দক্ষিণ-পূর্ব হাওয়ার প্রকোপ বাড়বে। আর তাতেই বাড়ছে বৃষ্টির (Rainfall) সম্ভাবনা। তবে শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা আছে বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূমের মতো সাত জেলায়। শুক্র ও শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম— এই চার জেলায়। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ ভাবে এমন পরিস্থিতি খুব কমই তৈরি হয়।

আরও পড়ুন: বিজেপির প্ররোচনা, চা-শ্রমিকদের পাশে তৃণমূল

একসঙ্গে ১২-১৩টি জেলায় তাপপ্রবাহ, তা খুব কমই দেখা গিয়েছে। দক্ষিণ-পশ্চিমে হওয়ার বদলে দক্ষিণ-পূর্ব হাওয়ার প্রভাব বাড়বে শুক্রবার থেকে। আর তার জেরেই আবহাওয়ার পরিবর্তন হবে। শহরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে শনিবার থেকে। রাজ্যের গাঙ্গেয় এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (South Bengal- Rainfall) সঙ্গে দমকা ঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। রবি ও সোমবার ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির শিলা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের কিছু জেলায়। কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গে ওপরের দিকের পাঁচ জেলায় অবশ্য বৃষ্টি চলবে। মালদহ-সহ দুই দিনাজপুরে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শুক্রবার থেকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে বুধবার রাজ্যে গরমে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত কয়েকদিনে রাজ্যে গরমে মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গেল।

Latest article