পুরকর আদায়ে বাসিন্দাদের বাড়িতে উপপ্রধান

এই বিপুল পরিমাণ বকেয়া থাকা পুরকর আদায় হলে এলাকার উন্নয়নে কাজে লাগবে বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : বকেয়া পুরকর আদায়ে বাসিন্দাদের বাড়িতে গেলেন খোদ পুরসভার ভাইস চেয়ারম্যান। পাশাপিশ ১৫ দিনের মধ্যে পুরকর মিটিয়ে দেওয়ার নোটিশও দেওয়া হয়। মঙ্গলবার বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী উত্তরণ পাড়া ও ২৪ নং ওয়ার্ডের মাস্টার পাড়া, খাদিমপুর স্কুলপাড়া, রবীন্দ্রনগর এলাকার একাধিক বাসিন্দাদের বাড়িতে যান এবং বকেয়া থাকা কর মিটিয়ে দেওয়ার আবেদন জানান৷

আরও পড়ুন-প্রবল বর্ষণে ভাঙল সেতু, ভাঙন ঠেকাতে তৎপরতা

পুর এলাকায় বসবাসকারী সম্পত্তিকর বাকি রয়েছে প্রায় ১ কোটি টাকা ও পুর এলাকায় থাকা সরকারি অফিসের বকেয়া করের পরিমাণ রয়েছে চার কোটির বেশি। এর পরই পুরসভার পক্ষ থেকে দেওয়া হয় নোটিশ। উল্লেখ্য, বালুরঘাট পুরসভায় ২৫টি ওয়ার্ড রয়েছে, যার মধ্যে নতুন সংযোজিত হওয়া ৩টি ওয়ার্ড-ও রয়েছে। ইতিমধ্যেই ট্যাক্স কালেক্টরদের নিয়ে দুটি বৈঠকও করেছেন পুরসভার আধিকারিকরা। কর আদায়ে পুরসভার এবার আরও জোর দিয়েছে। এই বিপুল পরিমাণ বকেয়া থাকা পুরকর আদায় হলে এলাকার উন্নয়নে কাজে লাগবে বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী।

Latest article