প্রবল বর্ষণে ভাঙল সেতু, ভাঙন ঠেকাতে তৎপরতা

এদিকে, মঙ্গলবার সকাল থেকে নতুন করে শুরু হয়েছে গঙ্গা ভাঙন। এদিন প্রায় ২৫ মিটার এলাকা গঙ্গাবক্ষে তলিয়ে গেছে।

Must read

সংবাদদাতা আলিপুরদুয়ার ও মালদহ : প্রবল বর্ষণে বিপর্যস্ত আলিপুরদুয়ার, মালদহের বিস্তীর্ণ এলাকা। কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা-বাগানে সেতু ভেঙে যোগাযোগ বন্ধ। আটিয়াবাড়ি চা-বাগানের ১২ নং সেতু সোমবার রাতে জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সমস্যায় পড়েছেন এলাকার পাঁচ হাজারেরও বেশি বাসিন্দা। প্রশাসন তড়িঘড়ি সেতু মেরামত শুরু করেছে।

আরও পড়ুন-১০ শয্যা থাকলেই স্বাস্থ্যসাথী নইলে বাতিল হবে রেজিস্ট্রেশন

এদিকে, মঙ্গলবার সকাল থেকে নতুন করে শুরু হয়েছে গঙ্গা ভাঙন। এদিন প্রায় ২৫ মিটার এলাকা গঙ্গাবক্ষে তলিয়ে গেছে। আর এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বৈষ্ণবনগর কালিয়াচক ৩ নং ব্লকের গঙ্গানদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। ভূতনি এলাকায় ভাঙন হওয়ায় কেন্দ্রীয় সরকারকেই দুষছেন এলাকাবাসী। অন্যদিকে কোশি নদীতেও চলছে ব্যাপক ভাঙন। এ বিষয়ে মালদহ জেলা সেচ দফতরের সুপারিনটেনডেন্ট উত্তম পাল জানান, গোলাপ মণ্ডল পাড়ায় ভাঙন হয়েছে। ভূতনি এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় অস্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের কাজ চলছে।

Latest article