সংবাদদাতা, বারাসত : পুরসভা থেকে নিজের প্রাপ্য ১৫ হাজার টাকা বোনাস, সঙ্গে জমানো কিছু টাকা মিশিয়ে নিজের ওয়ার্ডে কর্মরত ৩৮ অস্থায়ী পুর সাফাইকর্মীকে ভাগ করে দিলেন, ১৩ নম্বর ওয়ার্ডের পুরপিতা ডাঃ সুমিতকুমার সাহা (Sumit Kumar Saha)। ষষ্ঠীর সকালে এমন অযাচিত উপহার পেয়ে বেজায় খুশি কর্মীরা। চিকিৎসক হিসাবে মানুষের সেবায় এমনিতেই যুক্ত। আরেকভাবে মানুষের সেবায় নজর কাড়লেন সুমিত (Sumit Kumar Saha)। পুরপিতার দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর ভাতা ওয়ার্ড ডেভেলপমেন্ট ফান্ডে দিয়ে দেন। বললেন, ওয়ার্ডে যারা ডেঙ্গি প্রতিরোধে, নোংরা পরিষ্কার করে প্রতিনিয়ত আমাদের সুস্থ রাখে, পুজোর দিনে তাদের কিছু দিতে পেরে খুব ভাল লাগছে। পাশাপাশি ওয়ার্ডের ৫০ তৃণমূল মহিলা কর্মীকে পুজো উপহার হিসেবে ষষ্ঠীর সন্ধ্যায় দেখানো হল ‘মিশন এভারেস্ট’ নামে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা। চাঁপাডালি মোড়ের এক মাল্টিপ্লেক্সে। সুমিতের এই উদ্যোগকে দু’হাত তুলে সাধুবাদ জানিয়েছেন পুরবাসী।
আরও পড়ুন-মিলল না বোনাস, অবস্থানে রেলকর্মীরা

