পন্থকে তীব্র আক্রমণ গাভাসকরের

'বাচ্চারাও এভাবে আউট হয় না'

Must read

জোহানেসবার্গ : দলের বিপদে ফের দায়িত্বজ্ঞানহীন শট খেলে সমালোচিত ঋষভ পন্থ (Rishabh Pant)। কঠিন সময়ে যখন পরপর দু’টি উইকেট হারিয়ে চাপে ভারত, তখন ক্রিজে এসে ঠান্ডা মাথায় ব্যাট করার কথা ছিল তাঁর। কিন্তু ঋষভ (Rishabh Pant) পুরনো অভ্যাস থেকে বেরোতে পারলেন না। আবারও একই ভুল। সাহসী শট খেলতে গিয়ে উইকেট উপহার দিয়ে আসেন। শূন্য রানে পন্থ আউট হওয়ার পরই শুরু সমালোচনার ঝড়।

পন্থ আউট হওয়ার পরেই তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। জানিয়েছেন, কোনও অনভিজ্ঞ ব্যাটারও এমন ভুল করবে না। সানির কথায়, ‘দু-জন নতুন ব্যাটার ক্রিজে রয়েছে। সেসময় পন্থ ও রকম একটা দায়িত্বজ্ঞানহীন শট খেলল। কোনও বোধবুদ্ধিহীন ক্রিকেটারও এই ধরনের শটকে নিজের স্বাভাবিক খেলা বলে দাবি করতে পারে না।’

আরও পড়ুন-সৌরভ-কন্যা সানাও সংক্রমিত

এর পর কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের সংযোজন, ‘ওই সময় ক্রিজে এসে ওর উচিত ছিল দায়িত্ববোধের পরিচয় দেওয়া। বাকিরা শরীরে আঘাত নিয়েও খেলে গিয়েছে। রাহানে ও পূজারা শরীরে একের পর এক আঘাত খেয়েছে। তাই ওরও উচিত ছিল ক্রিজে পড়ে থেকে লড়াই করা। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, আউট হয়ে ফেরার পর ড্রেসিংরুমে কেউ ওর সঙ্গে মিষ্টি করে কথা বলবে না।’

গত বছর গব্বায় ভারতকে ঐতিহাসিক টেস্ট ও সিরিজ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন। কিন্তু দলের কঠিন সময়ে দায়িত্বজ্ঞানহীন শট খেলার প্রবণতা যে এখনও কমেনি ঋষভের, সেটা এদিন আরও একবার বোঝা গেল।

Latest article