পূর্ব বর্ধমান জেলা জুড়ে তৃণমূলের পালে হাওয়া

Must read

সংবাদদাতা, কাটোয়া : পূর্ব বর্ধমান জেলার ছয় পুরসভা বর্ধমান, কালনা, গুসকরা, কাটোয়া, মেমারি ও দাঁইহাটে ভোট। শেষ প্রচারে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ছাড়া কোনও বিরোধী দলের কর্মসূচি জমেনি। রাজনৈতিক মহলের দাবি, সবক’টিতেই ফের তৃণমূল ক্ষমতায় আসবে। শুক্রবার শেষ প্রচারে কালনায় এসে ‘গোয়েন্দা গিন্নি’ ইন্দ্রাণী হালদার নগরবাসীর উদ্দেশে বলেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় হলেন উন্নয়নের প্রতীক। তৃণমূল প্রার্থীদের আশীর্বাদ করুন। কালনা শহর আরও সমৃদ্ধ হবে। মডেল টাউন হবে।’’ দলের পক্ষ থেকে জেলার ছ’টি পুরসভাকেই ‘মডেল’ হিসেবে তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কয়েকদিন ধরে ছয় পুরসভার সমস্ত তৃণমূল প্রার্থীকে জেতাতে মাটি কামড়ে পড়ে রয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূল (Trinamool Congress) সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদ সভাধিপতি শম্পা ধারা, সহ-সভাধিপতি দেবু টুডুরা। সব নেতারই মূল বক্তব্য,  ‘‘প্রত্যেক ওয়ার্ডে প্রার্থী একজনই। মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি মানুষের জন্য স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার-সহ ৭৬টি প্রকল্প ও পরিষেবা চালু করেছেন। তাই আপনারা ওঁকে জেতান।”

Latest article