নিশ্চিত জয়প্রকাশ, মেদিনীপুর, ঝাড়গ্রাম দুটোই হবে তৃণমূলের

তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা ও দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের দাবি, তৃণমূলই জিতছে।

Must read

সংবাদদাতা, মেদিনীপুর : তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা ও দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের দাবি, তৃণমূলই জিতছে। বৃহস্পতিবার দুপুরে জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তাঁরা জানান, ‘জুন মালিয়া লক্ষাধিক ভোটে জিতবেন।

আরও পড়ুন-লোকের অভাবে বাতিল বিজেপির সভা

ঝাড়গ্রামেও জিতবে তৃণমূল।’ বিরোধী দলের অভিযোগ খণ্ডন করে জয়প্রকাশবাবু জানান, ‘হেরে যাওয়ার ভয়ে উল্টোপাল্টা বকছে ওরা। যাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। এটা পুলিশের কাজ। ঘাটালের বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষ এবং খড়গপুর শহরের বিজেপি মণ্ডল সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তাদের কাজ করছে। আমাদের তো এতে কিছু করার নেই।’ সুজয় জানান, ‘মেদিনীপুর লোকসভার ৭টি বিধানসভাতেই দলের প্রার্থী লিড পাবেন এটা নিশ্চিত।’

Latest article